[Ubuntu-BD] Cuba adopts Linux

Shahriar Tariq shahriar at linux.org.bd
Thu Feb 12 18:22:34 GMT 2009


2009/2/12 tanjir <orko_147 at yahoo.com>

> বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?
>
>
ক) কোন এক প্রযুক্তিবীদকে কিছু দিয়ে দিন এরপর তাকে বলুন আগামী ৬ মাস ওপেনসোর্স
ও লিনাক্স নিয়ে বিভিন্ন সভা সেমিনারে, ম্যাগাজিনে প্যাঁচাল পারতে।

খ) পরিচিত কোন আমলা (কামলা) থাকলে তাদের কানে তুলে দিন

গ) ছাত্রনেতাদের কানে প্রচুর টাকা আয় করার পদ্ধতিটা তুলে দিন

ঘ) আওয়ামীলীগের ফিডব্যাক সেন্টারে সমানে স্প্যাম করা শুরু করেন

ঙ) বাংলাদেশের তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়কে স্প্যাম করা শুরু করেন

চ) লিনাক্স/ওপেনসোর্স কোন সফটওয়্যার ব্যবহার করে র‍্যাব অথবা বাংলাদেশ সরকারের
সাইট হ্যাক করুন

ছ) লিনাক্সের সিডি চোরাচালান শুরু করেন র‍্যাব/পুলিশ প্রশাসন ও পত্রিকার নজরে
অবশ্যই পড়বে।

-- 
Thanking you
Shahriar


More information about the ubuntu-bd mailing list