[Ubuntu-BD] Cuba adopts Linux

tanjir orko_147 at yahoo.com
Thu Feb 12 17:51:41 GMT 2009


বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?

-----
tanjir
visit http://www.tanjir.net


--- On Thu, 2/12/09, Shahriar Tariq <shahriar at linux.org.bd> wrote:

> From: Shahriar Tariq <shahriar at linux.org.bd>
> Subject: Re: [Ubuntu-BD] Cuba adopts Linux
> To: "Ubuntu Bangladesh" <ubuntu-bd at lists.ubuntu.com>
> Received: Thursday, February 12, 2009, 12:26 PM
> আরে ভাই আপনারা এসব কি
> বলছেন????!!!!!!!!!!!
> 
> লিনাক্সে গেলে সরকারের
> (মানে নেতাদের) সবচেয়ে
> বেশি লাভ।
> 
> ১) নতুন করে টেন্ডার হবে
> কম্পিউটারগুলোতে
> লিনাক্স সেটআপ দেয়ার
> জন্য।
> (টেন্ডার কারচুপি, বেশি
> মূল্য দেখানো, টেন্ডার
> নিয়ে দীর্ঘসূত্রতা
> ইত্যাদি
> ইত্যাদি)
> 
> ২) কর্মচারী
> কর্মকর্তাদের
> লিনাক্সে ট্রেনিং
> দেয়ার জন্য নতুন
> কর্মশালা চালু হবে
> (এখানেও অতিরিক্ত টাকা
> নেয়া, কর্মকর্তাদের
> বিশেষ শিক্ষা ভাতা,
> টিএডিএ, লাঞ্চ
> ইত্যাদি ইত্যাদি)
> 
> ৩) লিনাক্সের উপর প্রতি
> দুমাস অন্তর অন্তর
> পৃথিবীর বিভিন্ন
> প্রান্তে ডেভেলপার
> কনফারেন্স, এক্সপো, মিট,
> ফাংশন হচ্ছে, সেগুলোতে
> আমাদের কর্মকর্তারা
> যাবেন
> অভিজ্ঞতা অর্জনের
> জন্য।
> (বউ পরিবারসহ বিদেশ
> ভ্রমণ, স্পেশাল বোনাস,
> সরকারী খরচে বাইরে থাকা
> খাওয়া আবার
> স্পন্সরের কাছ থেকে
> টাকা নেওয়া।)
> 
> ৪) বিনামূল্যে
> ডাউনলোডকৃত বা শিপকৃত
> লিনাক্স ও ওপেনসোর্সের
> সিডিগুলো উচ্চমূল্যে
> বিক্রয়ের ব্যবসা
> 
> ৫) কয়েকজন
> প্রযুক্তিবীদের নতুন
> করে চাকরী/বাজার পাওয়া।
> সরকারীভাবে বিভিন্ন
> ট্রেনিং সেন্টার খোলার
> উদ্যোগ হবে। আর নেতাদের
> নিজেদের ট্রেনিং
> সেন্টার তো
> থাকবেই।
> 
> এতো লাভ আছে কেউ ভাই
> তাড়াতাড়ি নেতা/নেতৃদের
> কানে এই লাভগুলোর খবর
> তুলে দেন।
> 
> আসুন আমরা ডিজিটাল
> বাংলাদেশ গড়ে তুলি :P
> 
> -- 
> Thanking you
> Shahriar
> -- 
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


      __________________________________________________________________
Be smarter than spam. See how smart SpamGuard is at giving junk email the boot with the All-new Yahoo! Mail.  Click on Options in Mail and switch to New Mail today or register for free at http://mail.yahoo.ca



More information about the ubuntu-bd mailing list