[Ubuntu-BD] Ubuntu BD র সক্রিয় সদস্যতা
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Tue Dec 22 16:05:22 GMT 2009
Ubuntu BD র সক্রিয় সদস্যতা নিয়ে অালোচনা হচ্ছে 'অ্যাপ্র'তে খেয়াল করেছেন কি
সকলে। কার্যকরী পদক্ষেপের মাধ্যমে সক্রিয় কিভাবে হওয়া যায় মতামত দেন সবাই। অার
রাসেল ডিসেম্বরে প্রেসিডেন্সিতে যে মিটিং হবার কথা ছিলো তা কবে হচ্ছে? মিন্ট
কিংবা কারমিক যেকোনটা কে নিয়ে অাগাতে তো হবে নাকি? পথ চলতে সাহায্যের হাত
বাড়ান। অামি নিজে সক্রিয় হতে চাচ্ছি। কেউ কোন নির্দেশনা দিতে চাইলে দিন। অামি
ব্যক্তিগতভাবে প্রচারনার মাধ্যমে বর্তমানে ''মিন্টকে'' প্রমোট করছি। ইতোমধ্যে
৬টা নতুন + ৩টা পুরাতন পিসিতে চলছে ''হেলেনা''। ফিডব্যাক বেশ ভালো।
More information about the ubuntu-bd
mailing list