[ Ubuntu-BD ] আলোকিত ভাই এর নাম কি ?
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Fri Sep 12 18:43:35 BST 2008
On Fri, Sep 12, 2008 at 11:39 PM, shiplu <shiplu.net at gmail.com> wrote:
> আলকিতকে জিজ্ঞাসা করলেই তো তার বলার কথা।
>
সংযোজন:
@ শিপলু ভাই ধন্যবাদ ব্যাপারটি দেখার জন্য। :)
ভাইয়েরা ও বোনেরা (কেউ কি আছেন??) কোন ব্যক্তিগত বিষয় নিয়ে ইমেইং অফ দ্যা
রেকর্ড (অর্থাৎ ব্যক্তিগত ইমেইলে) করা উচিত। উবুন্টু সম্পর্কিত নয় এমন টপিক
পোস্ট করবেন না। একান্তই যদি করতে হয় তাহলে এরকম সকল ইমেইলের সাবজেক্টের আগে
অফটপিক লিখুন।
আর আপাতত আলোকিত অসুস্থ আছেন তাই উনি কোন ব্যক্তিগত ইমেইলের জবাব দিবেন না।
More information about the ubuntu-bd
mailing list