[ Ubuntu-BD ] আলোকিত ভাই এর নাম কি ?

Shahriar Tariq shahriar at linux.org.bd
Fri Sep 12 18:40:18 BST 2008


On Fri, Sep 12, 2008 at 10:40 PM, nasir khan <nasir8891 at gmail.com> wrote:

> আলোকিত ভাই এর পুরা নাম কি নাম কি ?
>



কারনটা জানতে পারি? আসল নামটা ওনার ব্যক্তিগত পরিচয়, ওনার অনুমতি ছাড়া দেয়া
সম্ভব না (যদি না গুরুত্বপূর্ণ কিছু হয়)। যদি গুরুত্বপূর্ণ কিছু হয় তাহলে
ব্যক্তিগতভাবে জানাতে পারি নাহলে উনি সবখানে আলোকিত ছদ্মনাম রাখতে পছন্দ করেন।
আশা করি আপনারা ওনার ব্যক্তিগত স্বাধীনতার সম্মান প্রদর্শন করবেন

ধন্যবাদ।


More information about the ubuntu-bd mailing list