[ Ubuntu-BD ] কমান্ডলাইন উবুন্টু বুটিং
Masum Masum
a.h.m.masum at gmail.com
Tue Sep 2 20:45:08 BST 2008
সবাইকে শুভেচ্ছা,
আমি কয়েকমাস হলো উবুন্টু ব্যবহার করছি। তাই আমি এ ব্যপারে একেবারেই নতুন। সত্যি
বলতে আমি একজন শখের ব্যবহারকারী। আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি
লিনাক্স পছন্দ করি মূলত এর প্রচন্ড শক্তিশালী কমান্ডলাইন এবং কাস্টোমাইজেশন
ক্ষমতার কারণে। আমি ল্যাপটপ ব্যবহার করি বলে ভ্রমণের সময় পারতপক্ষে গ্রাফিকাল
ইন্টারফেস ব্যবহার করতে চাইনা কারণ ব্যটারী দ্রুত শেষ হয়ে যায়। তাই প্রয়োজনের
সময় শুধুমাত্র কমান্ডলাইনে বুট করার একটা উপায় খুঁজছিলাম। আবার গ্রাফিক্স মোড ও
অক্ষত রাখতে চাইছিলাম। রিকভারী মোডে লগইন করলে রুট হিসাবে কমান্ডলাইনে বুট করা
যায়। কিন্তু সেটা সিঙ্গেল ইউজার মোড মানে একটাই ডেস্কটপ। আর সারাক্ষণ রুট
হিসাবে কাজ করাটাও নিরাপত্তার জন্য খারাপ। এখানে পোস্ট করে জানতে চাওয়ায় অনেকই
ভাল ভাল সাজেশন দিয়েছিলেন (এজন্যে আপনাদেরকে ধণ্যবাদ) কিন্তু নতুন ইউসার হিসাবে
অনেককিছুই তখন বুঝতে পারিনি। যাহোক মিঃ জন এবং মিঃ নাসিম এর মেইল অনুসরন করে
আমি এটা করতে পেরেছি। যারা আমার মতো এ ব্যপারে আগ্রহী তাদের জন্য প্রসেসটা
লিথছি। যারা অভিজ্ঞ প্লীজ ভুল হলে শুধরে দেবেন।
উবুন্টু বা লিনাক্স লোড় করার বেশ কয়েকটি স্তর আছে যাকে Runlevel বলা হয়। আপনার
টার্মিনালে runlevel কমান্ড দিলে বর্তমান ও পূর্ববতী রানলেভেল এর সংখ্যা দেখতে
পাবেন। উবুন্টুতে 1,2,3,4,5,6 এবং S এই কয়টি রানলেভেল আছে। কোন কোন লিনাক্স 2
এবং কোন কোন লিনাক্স 5 এ ডিফল্ট হিসাবে বুট করে। তাই এগুলো না ধরে আমি 3
নাম্বার রানলেভেল পরিবর্তন করেছি। আমার উবুন্টু ৮.৪ এর ডিফল্ট রানলেভেল 2।
আপনার উবুন্টু ৮.৪ এর /etc ফোল্ডারে গেলে দেথবেন বেশকিছু ডিরেক্টরি আছে যাদের
নাম
rc0.d rc1.d rc2.d rc3.d....... rcS.d
এবার 3 নং রানলেভেল পরিবর্তনের জন্য /etc/rc3.d ফোল্ডারে যান। এর পরবর্তী
কাজগুলো করতে রুটলেভেল পারমিশন লাগবে।
আমার window manager হচ্ছে PCman File Manager এখানে Open as Administrator
নামে একটি অপশন আছে। উবুন্টুর ডিফল্ট ম্যানেজার Nautilus এ ও Root হিসাবে
ব্রাউজ করার জন্য একটা Script আছে। এগুলো ব্যবহার করুন অথবা টার্মিনাল থেকে
Sudo -i কমান্ড ব্যবহার করুন অথবা লগআউট করে root হিসাবে লগইন করুন। মোটকথা যে
ভাবে আপনার পছন্দ হয় সেভাবে root হিসাবে /etc/rc3.d ফোল্ডারটি খুলুন। কমান্ড
লাইনে এই কমান্ডটি দিতে পারেন
sudo cd /etc/rc3.d
অথবা আপনার Graphical File Manager ব্যবহার করুন।
এই ফোল্ডারে অনেকগুলি simlink বা shortcut দেখবেন। যেগুলোর নামের শুরুর তিনটি
অক্ষর হচ্ছে S এবং এরপর ২টি সংখ্যা। এখান থেকে S##gdm নামের ফাইলটি খুঁজে বের
করুন। আমার ক্ষেত্রে এটি ছিল S30gdm।
এই ফাইলটির নাম পরিবর্তন করতে হবে। এজন্য S এর পরিবর্তে K লিথুন এবং100 থেকে
সংখ্যাটি বিয়োগ করে লিখুন
অর্থাৎ S30gdm হবে K70gdm।
এবার ফোল্ডার থেকে বের হয়ে আসুন। কাজ শেষ। এবার যে কোন সময় কমান্ড মোডে লগইন
করতে লিখুন
sudo /sbin/telinit 3
পুনরায় গ্রাফিক্স মোডে যেতে লিখুন
sudo /sbin/telinit 2
এবার আপনি চাইলে GRUB এর menu.lst ফাইলে Runlevel 3 এ বুট করার এন্ট্রি যোগ করে
নিতে পারেন।
কমান্ড লাইনে ইন্টারনেট লগইন এর জন্য wvdial ব্যবহার করতে পারেন। এছাড়া
ব্রাউজিং এর জন্য বিভিন্ন ব্রাউজার আছে। আমি ব্যবহার করি elinks এছাড়া pdf2html
ব্যবহার করে pdf ফাইলও পড়তে পারবেন।
এছাড়া Chat করার জন্য ব্যবহার করতে পারেন irssi। এটি দিয়ে যে কোনIRC সার্ভারে
ঢোকা যায়। এছাড়া Yahoo এবং Gmail messenger এর Friend দের সাথে কথা বলার জন্য
install করুন bitlbee। এটি দিয়ে আপনি Yahoo ও Gmail এর সকল buddy এর সঙ্গে
irssi দিয়ে চ্যাট করতে পারবেন। irssi ও bitlbee ইনস্টল করার পর টার্মিনালে
লিখুন
irssi
প্রোগ্রামটি চালু হবার পর লিথুন
/connect localhost
আপনি এর ফলে bitlbee server এর সঙ্গে connected হয়ে যাবেন।
এরপর Yahoo messenger এর জন্য টাইপ করুন
account add yahoo username password
Gmail messenger এর জন্য টাইপ করুন
account add jabber username at gmail.com password talk.google.com:523:ssl
messenger account দেখা ও চালু করার জন্য
account list
account on 1
account on 2
buddy লিস্ট দেখার জন্য
blist
চ্যাট করার জন্য
/connect irc.freenode.net
/join #ubuntubd
ইত্যাদি ইত্যাদি..........
কেউ কি বলতে পারবেন tty টার্মিনাল থেকে বাংলা ওয়েবসাইটগুলো কিভাবে দেখা যাবে?
গ্রাফিকাল মোডের টার্মিনালে বাংলা মেইল পড়তে পারি কিন্তু tty মোডে পারিনা আমি
elinks এবং w3m দিয়ে চেষ্টা করেছি সফল হইনি।আমার কম্পিউটারে উবুন্টু বাংলা ফন্ট
ও ইন্টারফেস ইন্সটল করা আছে। কারো জানা থাকলে প্লীজ সাহায্য করুন। ধণ্যবাদ।।
More information about the ubuntu-bd
mailing list