[ Ubuntu-BD ] জানতে চাই
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Tue Sep 2 10:31:19 BST 2008
আরও কিছু সংযুক্তি
ভাই এটা হয়তো ফোরাম না কিন্তু তারপরও সবাইকে অনুরোধ করবো মেইলের সাবজেক্ট এমন
রাখুন যাতে করে সবাই মেইলের সাবজেক্ট দেখেই বুঝতে পারেন কি জানতে চাচ্ছেন। আর
পরে কোন তথ্য খুজে বের করার প্রয়োজন হলে দ্রুত মেইলের সাবজেক্ট দেখে খুজে বের
করা সম্ভব হবে।
এই মেইলের সাবজেক্ট হয়তো রাখা যেতো= "উইন্ডোজের মধ্যে উবুন্টু ইনস্টলেশন
সম্পর্কে জানতে চাই"
অনুরোধ করবো সবাইকে বিষয়টি লক্ষ্য করার জন্য এতে সবারই সুবিধা হবে।
ধন্যবাদ সবাইকে
--
শাহরিয়ার
More information about the ubuntu-bd
mailing list