[Ubuntu-BD] Call for help: organize the Intrepid Release party
Shahriar Tariq
shahriar at ubuntu-bd.org
Fri Oct 17 00:03:14 BST 2008
মূল লেখাটি আমাদের প্রযুক্তি
ফোরামে<http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=2378&p=19930>দেয়া
হয়েছে। ওখানেও আলোচনা করতে পারেন অথবা সরাসরি মেইল করতে পারেন।
*উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের আহবান*
আমরা অনেক আগ্রহের সাথে উবুন্টু লিনাক্সের পরবর্তী সংস্করণ ইন্ট্রাপিড আইবেক্স
(৮.১০) এর জন্য অপেক্ষা করছি।
বিশ্বের বিভিন্ন দেশে উবুন্টু লিনাক্সের প্রতিটি ভার্সন উদ্বোধন উদযাপন করা হয়
প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে। বাংলাদেশে উবুন্টু লিনাক্সের
প্রতিনিধিত্বকারী সংগঠন "উবুন্টু বাংলাদেশে" বেশ কিছুদিন ধরে উবুন্টু লিনাক্সের
বিভিন্ন ভার্সন উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে এসেছে।
উবুন্টু বাংলাদেশ এবারও উবুন্টু লিনাক্স ৮.১০ (ইন্ট্রাপিড আইবেক্স) আয়োজন করতে
যাচ্ছে আগামী মাসের শুরুর দিকে (নির্দিষ্ট স্থান ও কাল আলোচনা সাপেক্ষে
নির্ধারিত হবে)।
এবারের অনুষ্ঠানে যেসকল বিষয় প্রাধান্য দেয়া হবে সেগুলো হচ্ছে
*১) ওপেনসোর্স আন্দোলন কি? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ওপেনসোর্স আন্দোলন কেনো
প্রয়োজন,*
ক) ওপেনসোর্স কি
খ) ওপেনসোর্সের প্রয়োজনীয়তা
গ) ওপেনসোর্সের সুবিধা
ঘ) ব্যবহারকারীদের সুবিধা
ঙ) ব্যবসায়ীদের সুবিধা
চ) পাইরেসীর বিরুদ্ধে ওপেনসোর্স
*২) লিনাক্স পরিচিতি*
ক) লিনাক্সের সংক্ষিপ্ত ইতিহাস
খ) কিভাবে প্রচলন ও বিকাশ
*৩) উবুন্টু লিনাক্সের পরিচিতি ও সেই সাথে ইন্ট্রাপিড আইবেক্স উন্মোচন*
ক) উবুন্টু লিনাক্স সেটআপ
খ) এ্যাপলিকেশন পরিচিতি
গ) উবুন্টু লিনাক্স কনফিগারেশন (খুটিনাটি)
*৪) স্বেচ্ছাসেবক কর্মকান্ড*
ক) কেনো সাহায্য করবেন
খ) কিভাবে সাহায্য করবেন
গ) আমাদের প্রযুক্তি ফোরাম পরিচিতি
ঘ) মুক্ত.অর্গ
ঙ) একুশে
এগুলো তো গেলো আলোচনার বিষয়বস্তু এবার অন্যান্য যেসকল প্রচেষ্টা থাকবে
১) উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স সিডি/ডিভিডি বিতরণ (স্পন্সর/স্বেচ্ছাসেবক
প্রয়োজন)
২) রিপোসিটরি ডিভিডি বিতরণ (স্পন্সর/স্বেচ্ছাসেবক প্রয়োজন)
৩) গাইড/টিউটোরিয়াল বিতরণ (নির্বাচন করতে হবে।)
৪) আর্টওয়ার্ক/পোস্টার/স্টিকার বিতরণ (নির্বাচন করতে হবে)
৫) উবুন্টু ইন্ট্রাপিড ইনস্টল ও কনফিগার (স্বেচ্ছাসেবক প্রয়োজন)
৬) হাল্কা খাবার (যদি কেউ স্পন্সর করেন)
আয়োজনে
উবুন্টু বাংলাদেশ <http://www.ubuntu-bd.org/>
ও
বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স <http://forum.linux.org.bd/>
সহযোগীতায়
আমাদের প্রযুক্তি ফোরাম <http://forum.amaderprojukti.com/>
ও
মুক্ত.অর্গ <http://mukto.org/>
More information about the ubuntu-bd
mailing list