[Ubuntu-BD] NTFS or FAT32

Nasimul Haque nasim.haque at gmail.com
Fri Oct 10 10:47:09 BST 2008


JFS বা XFS রিসাইজ করা যায় না। আগেই বলেছি, একেক ফাইলসিস্টেমের ব্যবহার
একেক রকম। ZFS বর্তমান দুনিয়ার সেরা ফাইলসিস্টেম। তাই বলে কি এখন আমাকে
ওটা ব্যবহার করতে হবে! সত্যিকারের মাল্টি-ইউজার পরিবেশে ZFS খুবই দারুণ
এফএস। কিন্তু ডেস্কটপে এর তেমন কোন প্রয়োজনই নাই। লিনাক্স কার্ণেল প্রচুর
ফাইলসিস্টেম ব্যবহার করতে পারে। যার যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে
পারে। তবে ডাটা বিনিময়ের জন্য সবচেয়ে কম্প্যাটিবল এবং পরীক্ষিত এফএস
ব্যবহারই উত্তম। উইন্ডোজ থেকে ext এফএস পড়া সম্ভব। অন্যান্য ওএস-ও এই
এফএস পড়তে/লিখতে পারে।

নাসির, NTFS নতুন বা আনস্টেবল না। এটা খুবই স্ট্যাবল এবং পুরনো এফএস। এই
সিস্টেম পড়ার জন্য লিনাক্সের যে ড্রাইভার ইনস্টল করতে হয়, সেটা নতুন।
সেটাও এখন স্ট্যাবল। বছর দুয়েক আগেও এটা দিয়ে লেখা যেত না, শুধু পড়া যেত।
কিন্তু এখন এটা খুবই ভালো। আমার অফিসের সব উইন্ডোজ NTFS -এ। ওগুলো এক্সেস
করতে কোন সমস্যা নেই আমার।

-- 
M. Nasimul Haque, M.Sc.(SUST)
Wessex Institute of Technology
Southampton, UK


More information about the ubuntu-bd mailing list