[Ubuntu-BD] NTFS or FAT32
Shahriar Tariq
tariq086 at gmail.com
Fri Oct 10 07:48:05 BST 2008
2008/10/10 9el <lenin at phpxperts.net>
> NTFS মাইক্রোসফট পয়সা খরচ করে বানিয়েছে খারাপ হবার কারণ নেই। তবে "When in
> Rome, act like a Roman"। লিনাক্সে ব্যবহারের জন্য ext3 অথবা JFS।
>
কথার সাথে একমত নই :P
মাইক্রোসফট পয়সা খরচ করে উইন্ডোজের মতো অনিরাপদ অপারেটিং সিস্টেম বানাচ্ছে
আর রোমে গেলে রোমানদের মতো থাকার কথা বহু আগে অচল। কারণ এখন রোমানদের সেই চল
নেই :)
ext3 বা JFS ব্যবহার করা হলে উইন্ডোজ থেকে তো আর সেই ফাইল সিস্টেম নিরাপদে
ব্যবহার করা যাবে না। (যদিও কিছু সফটওয়্যার/ড্রাইভার লিনাক্স পার্টিশন উইন্ডোজে
দেখাতে পারে)
সেজন্য যারা ডুয়েলবুট করছেন তারা ntfs বা fat32 রাখার কথা চিন্তা করতেই পারে।
More information about the ubuntu-bd
mailing list