[Ubuntu-BD] অফটপিক: গুগল গিয়ার ব্যবহার করেছেন কি?
Susanta Barman
isusanta at gmail.com
Tue Oct 7 15:16:06 BST 2008
বা! ভাল আইডিয়া। ধন্যবাদ।
গুগল গিয়ার ডাউনলোড করলাম। কিন্তু কিভাবে অফলাইনে পড়ব? একটু বুঝিয়ে বলবেন কি?
_______
Susanta Barman.
http://kalsrot.blogspot.com
2008/10/7 9el <lenin at phpxperts.net>
> অনেক সময়ই আমরা অনলাইনে, বিভিন্ন সাইটে অনেক প্রয়োজনীয় আর্টিকেল, লেখা,
> টিউটোরিয়াল, টিপস/ট্রিক্স, প্রবন্ধ পড়ে থাকি যা ঠিকমতো সেভ করে রাখার ঝামেলাতে
> পড়া হয়না ভালো করে। যাদের সীমিত অনলাইন সুবিধা আছে তারা তো আরো ব্যস্ত থাকেন
> কি
> করে সময়টুকু কাজে লাগানো যায়।
> বেশিরভাগ সাইটেরই এটম বা আরএসএস সাবস্ক্রাইব করার সুবিধা থাকে বা থাকে
> বুকমার্কিং। যদি ব্রাউজারে বা পিসিতে ম্যানুয়ালি বুকমার্ক করেন বা সেভ করেন তা
> অনেক সময় ঠিকমতো সাজিয়ে না রাখার কারণে পড়া হয় না।
> গুগল রিডার দিয়ে এটি করতে পারেন সহজেই google.com/reader এ যান। লগ-ইন করুন।
> এবার দেখুন offline একটি লিঙ্ক আছে উপরে। এটিতে ক্লিক করলে গুগল পিয়ার ইনস্টল
> হবে আপনার পিসিতে। আপনি অফলাইনে থেকেও পড়তে পারবেন ঐ লেখাগুলো।
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list