[Ubuntu-BD] অফটপিক: গুগল গিয়ার ব্যবহার করেছেন কি?

নাসির খান nasir8891 at gmail.com
Tue Oct 7 17:44:56 BST 2008


অফলাইনে ব্যাবহার করতে চাইলে rssowl <http://www.rssowl.org/> এর মত কোন রিডার
সফটওয়্যারও ব্যাবহার করতে পারেন।

আমি গুগল ডক এর জন্য গিয়ার ব্যাবহার করেছি। কাজ করতে করতে বা ব্রাউজারে ডক ওপেন
করা অবস্থায় লাইন চলে গেলেও ফাইল এডিট করা যায় এর পর লাইন থাকা অবস্থায় আবার
ওপেন করলে ঐ অংশটুকু আপলোড হয়ে যায়।

উবুন্টু এবং উইন্ডোজে বেশ কয়েকদিন ধরে আমার গুগল রিডার ওপেন হচ্ছে না। এটা কি
কোন বাগ?(ছবিটা দেখুন)
http://img359.imageshack.us/my.php?image=screenshotbp3.png

-- 
[saikat]
www.nasirkhan.co.cc
http://www.new.facebook.com/home.php#/profile.php?id=1350570162


More information about the ubuntu-bd mailing list