[Ubuntu-BD] remove unneeded file

DarkLord (:= darklord2007 at gmail.com
Wed Nov 19 21:02:28 GMT 2008


আমি চাচ্ছি উবুন্টুতে তৈরী হওয়া অপ্রয়োজনীয় ফাইল যেমন টেম্প জাতীয় ফাইল বা এমন 
ফাইল যেগুলো কোন কাজের না কিন্তু অযথা ডিস্কের যায়গা দখল করে থাকে। কোন 
এপ্লিকেশন দ্বারা কি করা যায়।

আর /var/cache/apt/archives এই ফোল্ডারের ডাউনলোডকৃত প্যাকেজ গুলো ডিলিট করলে 
কি কোন অসুবিধা হবে? প্রয়োজন হলে নতুন করে ডাউনলোড করতে অসুবিধা নাই।

আর avant-window-navigator ইনস্টল করছিলাম কিনতু কাজ করে না । ডকই আসেনা। 
Accssories > avant window navigator থেকে রান করতে গেলে একটা ছোট বক্স এসে 
সাথেসাথে মিলিয়ে যায় কোন ডক আসেইনা।

এবং আমি Hardware Drivers থেকে NVDIA ড্রাইভার ডাউনলোড করলে এফেক্ট আসে 
ইন্টারফেসে কিন্তু ডেক্সটপ ১০২৪ - ৭৬৮ হয়ে যায় এবং সেটাই সর্বোচ্চ দেখায় স্ক্রিন 
রেজুলেশনে। অথচ তা ইনস্টল এবং একটিভ এর পূর্বে আমি 1280 - 960 60 Hz ব্যবহার 
করতাম। ঝামেলা টা কি আমার কার্ড এনভিডিয়া জিফোর্স এমএক্স




More information about the ubuntu-bd mailing list