[Ubuntu-BD] THunderbird mail import

Nasimul Haque nasim.haque at gmail.com
Tue Nov 18 10:21:06 GMT 2008


2008/11/17 dark lord <darklord2007 at gmail.com>:
> এক্সপিতে থাকতে পুরো থান্ডারবাড এর প্রোফাইল ব্যাকআপ করে রাখছিলাম।

উবুন্তু ইনস্টলের সময় মাইগ্রেট করার একটা অপশন ছিল। সেটা ব্যবহার করলে
স্বয়ংক্রিয়ভাবেই প্রোফাইল মাইগ্রেট করা যেত।

> এখন উবুন্টুতে থান্ডারবার্ডের সেই প্রোফাইল টা রিপ্লেস করতে চাই যাতে সবগুলো মেইল
> এবং সেটিং লিনাক্স থান্ডারবারডে পাওয়া যায়। কিন্তু লিনাক্সে থান্ডারবার্ডের
> প্রোফাইল ফোল্ডার খুজে পাচ্ছি না যেখানে রিপ্লেস করলে আমার আগের সব মেইল দেখতে
> পারবো।

লিনাক্সে ইউজার সেটিংস ফাইলগুলো থাকে ইউজারের হোম ফোল্ডারে। সেগুলো
লুকানো থাকে নামের শুরুতে একটা . (ডট) বসিয়ে। নটিলাসে View > Show hidden
files সিলেক্ট করলে এই ফাইল/ফোল্ডার গুলো দেখা যাবে। সাধারণত মোজিলার
প্রডাক্টগুলোর সেটিংস .mozilla নামক ফোল্ডারের ভিতরে থাকে।
থান্ডারবার্ডের জন্য .thunderbird থাকতে পারে (আমি ব্যবহার করি নাই)।
সেখানে ব্যাকআপটা রাখতে হবে।

> আর লিনাক্স থান্ডারবার্ডের প্রোফাইল যদি উইন্ডোজ থান্ডারবার্ডের
> প্রোফাইলের উপর রিপ্লেস করি তাহলে মেইল একাউন্ট ও মেইল কি দেখতে পাবো
>

এটা থান্ডারবার্ডের ব্যাপার। উইন্ডোজে যদি সে এভাবে দেখতে পায়। তবে
লিনাক্সেও পাবে। চেষ্টা করে দেখুন। তবে কোন ফাইল রিপ্লেস করার আগে তার
ব্যাকআপ রাখবেন। যাতে ভুল হলে পূর্বের অবস্থায় ফেরা যায়।

নাসিম

-- 
M. Nasimul Haque, M.Sc.(SUST)
Wessex Institute of Technology
Southampton, UK


More information about the ubuntu-bd mailing list