[Ubuntu-BD] THunderbird mail import

dark lord darklord2007 at gmail.com
Mon Nov 17 18:49:07 GMT 2008


এক্সপিতে থাকতে পুরো থান্ডারবাড এর প্রোফাইল ব্যাকআপ করে রাখছিলাম। এখন
উবুন্টুতে থান্ডারবার্ডের সেই প্রোফাইল টা রিপ্লেস করতে চাই যাতে সবগুলো মেইল
এবং সেটিং লিনাক্স থান্ডারবারডে পাওয়া যায়। কিন্তু লিনাক্সে থান্ডারবার্ডের
প্রোফাইল ফোল্ডার খুজে পাচ্ছি না যেখানে রিপ্লেস করলে আমার আগের সব মেইল দেখতে
পারবো। আর লিনাক্স থান্ডারবার্ডের প্রোফাইল যদি উইন্ডোজ থান্ডারবার্ডের
প্রোফাইলের উপর রিপ্লেস করি তাহলে মেইল একাউন্ট ও মেইল কি দেখতে পাবো

-- 
DARKLORD (:=


More information about the ubuntu-bd mailing list