[Ubuntu-BD] Urgent: speakers wanted

Shabab Mustafa shabab_mustafa at yahoo.com
Sat Nov 15 17:55:20 GMT 2008


আমার তো বকর বকর করতে করতে কোনই সমস্যা ছিল না, কিন্তু মুস্কিল হচ্ছে ২১ তারিখেই আমার একটা দিনব্যাপী ওয়ার্কশপ আছে যেটা শেষ হতে হতে প্রায় বিকাল ৪.৩০ বেজে যাবে। সেখান থেকে অনুষ্ঠানে পৌঁছতে পৌঁছতে ৫.৩০ থেকে ৬.০০-টার মত বাজতে পারে তাই মূল তালিকায় বক্তা হিসেবে নাম লেখানো একটু মুস্কিল হচ্ছে। সমাপনীর আগে দিয়ে বা শেষ বক্তা হিসেবে আমাকে গোনায় ধরা যেতে পারে। যেহেতু তলার বক্তা
 সেহেতু আমার বক্তৃতার বিষয় উন্মুক্তই থাক। ওখানে অবস্থা বুঝে তখন বিষয় তাৎক্ষণিকভাবে ঠিক করে নেব'খন। (কিংবা কোন বিষয় বাদ পড়ে গেলে সে বিষয়টা জেনে নিয়ে চালিয়ে নেব)



To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
Sent: Saturday, November 15, 2008 1:56:08 PM
Subject: Re: [Ubuntu-BD] Urgent: speakers wanted

On Fri, Nov 14, 2008 at 2:36 AM, Russell John <russell.john at ubuntu.com>wrote:

> For our upcoming program Ubuntu Intrepid Ibex Live we're looking for
> speakers, and anyone interested in speaking on the following topics are
> requested to contact us as soon as possible:
>

কেউ যখন বক্তা হিসেবে এগিয়ে আসছেন না তখন আর কি করার আমি নিম্নোক্ত চারটি বিষয়ে
প্রাথমিক আলোচনা করতে চাই।

১) ওপেনসোর্স ও লিনাক্স

২) বাংলাদেশের পরিপ্রেক্ষীতে ওপেনসোর্স ও লিনাক্সের ভূমিকা

৩) সফটওয়্যার ইনস্টলেশন

৪) স্বেচ্ছাসেবক কর্মকান্ড

বক্তা হিসেবে কথা বলতে আত্মা কাঁপে সত্যি, কিন্তু আপনি যে বিষয় নিয়ে আগ্রহী
(passionate) তা নিয়ে একবার বলা শুরু করলে আর সমস্যা হবে না।
কোন বিষয় নিয়ে বলতে হলে উক্ত বিষয় নিয়ে জ্ঞানের আধার হতে হবে এমন নয়, আপনি শুরু
করবেন সমস্যা হলে আঁটকে গেলে অন্য অভিজ্ঞ যারা আছেন তারা শুদ্ধ করে দিবেন।

-- 
শাহরিয়ার তারিক
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



      


More information about the ubuntu-bd mailing list