[ Ubuntu-BD ] Piracy bangladesh

Shahriar Tariq shahriar at linux.org.bd
Fri May 23 22:28:01 BST 2008


তারিন ভাই
আমার ডেভেলপমেন্ট সম্পর্কে কোন ধারনা নেই তাই কিছু বলতে পারবোনা কিভাবে কি হয়।
তারপরও দেশের তথ্যপ্রযুক্তির ব্যাপক বিকাশে পাইরেটেড সফটওয়্যার প্রভাব রাখছে
আপনার যুক্তিটি মেনে নিতে পারছি না। আমার মত হচ্ছে পাইরেটেড সফটওয়্যারের এতো
ব্যাপক প্রসার বলেই কিন্তু কিছু কিছু দিক দিয়ে নতুন সফটওয়্যারের বিকাশ রহিত হয়।


কারন আপনার একটা কিছুর অভাব আছে সেই অভাবটি/চাহিদাটি আপনাকে প্রথমে চিহ্নিত
করতে হবে। এরপর আপনি সেই চাহিদা পুরনের চেষ্টা করবেন। চাহিদা পূরনের জন্য যদি
প্রথমেই আপনি অবৈধ জিনিস পান আপনি হয়তো কিছুক্ষন খোজাখুজি করে শেষপর্যন্ত ওই
অবৈধ জিনিসই ব্যবহার করবেন। সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার যা মনে হয়
অধিকাংশ প্রজেক্টই শুরু হয় চাহিদা পূরনের লক্ষ্য নিয়ে। তাই আমাদের দেশে
পাইরেটেড সফটওয়্যারের এতো ছড়াছড়ি না থাকলে আমাদের দেশীয় ডেভেলপাররা/ছাত্ররা
অনেক সফটওয়্যার তৈরি করতেন এবং তাদের মেধার বিকাশের পাশাপাশি আমাদের দেশ
তথ্যপ্রযুক্তি খাতে আরোও এগিয়ে যেতো।

আমি একটা জিনিস বলি, ধরুন আপনি একটা সফটওয়্যার তৈরি করলেন, যা কোন একটি চাহিদা
পূরনে সক্ষম। কিন্তু মানুষ সহজে পরিচিত গন্ডি ছেড়ে যেতে চায় না বলে পাইরেটেড
সফটওয়্যার ছেড়ে আপনার সফটওয়্যার ব্যবহার করবে না। আপনার সফটওয়্যার ব্যবহারের
হার কম দেখে একসময় আপনার নতুন সফটওয়্যার তৈরি করার আগ্রহ একসময় কমে যাবে। তাই
পাইরেটেড সফটওয়্যার তথ্যপ্রযুক্তির অগ্রসর করে না বরং তথ্যপ্রযুক্তিকে আরও
পিছনে ফেলে দেয়।

আর প্রোফেশনাল যে উদাহরন দিচ্ছেন সেসব কোম্পানি এমনিতেই অনেক খরচ করে, বৈধ কপি
কিনতে তাদের কষ্ট হবার কথা নয়। আর ছাত্ররা/সাধারন ব্যবহারকারীরা যে কোন সময়ই
বিকল্প সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আমার সোজা কথা ভাত না পাইলে রুটি খাও,
চাল না কিনতে পারলে আটা কিনো, (যদিও আটার দাম বাড়ছে :( )।

অনেকেই বলবেন ফ্রিওয়্যার প্রোগ্রাম বানিজ্যিক প্রোগ্রামগুলোর সমপর্যায়ে সার্ভিস
দিতে সক্ষম নয়, প্রফেশনালী এগুলো ব্যবহার করা সম্ভব নয়।  ভাই কয়জন প্রফেশনাল
কাজে ব্যবহার করবেন? ফটোশপ, ইলাস্ট্রেটরের যে উদাহরন দিচ্ছেন কয়জন এগুলোর সুষ্ঠ
ব্যবহার করতে পারেন? যারা ফটোশপ ব্যবহার করা শিখেছেন তারা গিম্প বা গিম্পশপও
ব্যবহার করতে পারেন প্রফেশনাল কাজের জন্য।

অনেক ফ্রিওয়্যার প্রোডাক্ট রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার সম্ভব। আসলে দরকার
সচেতনতা। অনেকে জানেনই না মাইক্রোসফট অফিসের যে বিকল্প আছে। বাংলা লেখার জন্য
বিজয় ছাড়াও যে অভ্র, প্রভাত ইউনিজয়ের মতো অন্য কীবোর্ড লেআউট আছে তাও জানেন
হাতে গোনা কয়েকজন। সচেতনতা বাড়লেই একসময় মানুষ পাইরেটেড জিনিস ছেড়ে বিকল্প
সমাধান অবলম্বন করবেন। এবং আমাদের দেশ তথ্যপ্রযুক্তির খাতে আরও এগিয়ে যাবে।

লিনাক্সের প্রসার হয়না কারন কিন্তু পাইরেসীই, সবাই হাত বাড়ালেই কষ্ট না করে
উইন্ডোজ পাচ্ছে, পাচ্ছে মাইক্রোসফট অফিস, ফটোশপ, তাদের সকল চাহিদাই পূরন হচ্ছে।
তাই তাদের চাহিদা পূরনের জন্য খোঁজ করতে হচ্ছেনা বিকল্প পন্থার। আপনি নিজেই
বলুন কয়জন পাইরেসীর বিরুদ্ধে সোচ্চার হয়ে পর লিনাক্স ব্যবহার শুরু করে?? আসলে
কিন্তু লিনাক্স ব্যবহার শুরু করে কৌতুহল মেটাবার জন্য।  আমার সাথে যতজনের পরিচয়
হয়েছে তারা সকলেই কৌতুহল মেটাবার জন্য এসেছেন, বিকল্প খুঁজতে বা পাইরেসী বন্ধের
জন্য আসেননি।

আমি নিজের কথা বলতে পারি আমি কিন্তু পাইরেসী বন্ধ বা টাকা পয়সা বাঁচাবার জন্য
লিনাক্সে আসিনি। আমি এসেছি আমার কৌতুহল মেটাবার জন্য।  এখন আমি বুক ফুলিয়ে বলতে
পারি আমি কোন অবৈধ সফটওয়্যার ব্যবহার করিনা। এই পিসিতে উইন্ডোজ থাকলেও তা রয়ে
গেছে শুধু আমার বোন ও বাবার জন্য। তাদেরকে এখনও আমি লিনাক্সে নিয়ে আসতে পারিনি
:( (এখন আমি পরিপূর্নভাবে মুক্তসোর্স ও লিনাক্স আন্দোলনের সাথে জড়িত)

*আমি যখন শুরু করেছিলাম তখন এতো বড় কিছু লিখতে চাইনি। কিন্তু তারপরে মনে করলাম
যে ছোট করে লিখলে কেউ বুঝবেন না কি বলা হচ্ছে। কেনো পাইরেসী তথ্যপ্রযুক্তির
অন্তরায় তা ব্যাখ্যা করার প্রয়োজন ছিলো কারন অনেকেই পাইরেসীকে তথ্যপ্রযুক্তি
বিকাশের অন্যতম পন্থ্যা বলেন এটা যে  আসলে ভুল তা আমি বুঝিয়ে বললাম।

এবার আপনাদের কোন মন্তব্য থাকলে তা আমি সাগ্রহে শুনতে আগ্রহী

(এই কথাগুলো আমি পরে আমার মুক্তসোর্স ও লিনাক্স সিস্টেম প্রচারের কাজে লাগাবো,
তাই আশা করি সবাই কিছু বলবেন।)*
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080524/39b4fc1d/attachment.htm 


More information about the ubuntu-bd mailing list