[ Ubuntu-BD ] Thanks to All

Susanta Barman isusanta at gmail.com
Mon May 19 15:08:00 BST 2008


প্রিয় রুবন,
টেকটিউনস এ নিউজটি পড়লাম। লেখাটি সুপাঠ্য হয়েছে। আপনার লেখার হাত ভাল।
বাংলাদেশে উবুন্টু আরও ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা আমারও।

ধন্যবাদ

2008/5/19 Sameeul ` Bashir <sameeul at gmail.com>:

> হাসিন ভাই যেহেতু এখনো উত্তর দেয় নাই , এই ফাঁকে আমি একটু মাতবরি ফলাই ;‌-)
>
> GParted এর বুটেবল সিডি দিয়ে বুট করে যেকোন ধরনের পার্টিশন এডিট , রিসাইজ করা
> যাবে।
>
> আর home ফোল্ডারটা সেপারেট রাখা মানে মনে হয় একটা আলাদা ext3 পার্টিশন তৈরি
> করে সেটাকে /home হিসাবে মাউন্ট করা।
>
>
> 2008/5/19 DarkLord (:= <animator at ranksitt.com>:
>
> 1) hasin vi , apni  bolsilen home folder ke separate partition e rakhar
>> khota...
>>
>> baper ta ke bujhi e bolben?
>>
>>
>> 2) আমার উবুন্টুটা ৭.০৪ আমি কি আমার রুট পার্টিশন বা সোয়াপ পার্টিশনের স্পেস
>> টাকে
>> বাড়াতে পারবো? কিভাবে?
>>
>> ধরেন আমার উবুন্টুর পার্টিশন হচ্ছে ৪ গিগা এখন আমি এর সাথে আরো ৫০০ মেগা বা ১
>> গিগা এ্যাড করতে চাচ্ছি এখন এটা কিভাবে করবো?
>>
>>
>> 3) GParted LiveCD - http://gparted.sourceforge.net/livecd.php আর
>>
>> Parted-Magic -
>>
>> http://news.softpedia.com/news/Parted-Magic-2-2-Comes-with-GParted-0-3-7-85040.shtml
>>
>> এর মধ্যে পার্থক্য বা বিশেষত্ব কি?
>>
>> পার্টেড ম্যাজিক এর ডেক্সটপ লোড হবার পূর্বে সিডি ইজেক্ট হয়ে যায়, তবে এটিকি
>> ram
>> থেকে লোড হয়? কিভাবে?
>> >> আজকে হয়ে গেলো উবুন্টু বাংলাদেশ ও বিএলইউএ আয়োজিত উবুন্টু হার্ডি হ্যারন
>> রিলিজ
>> >> পার্টি।
>> >>
>> >> সকলের স্বতস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহনের মধ্য দিয়ে আড়াই ঘন্টা ব্যাপি এই
>> >> অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এজন্য আমি উবুন্টু বাংলাদেশের পক্ষ
>> থেকে
>> >> সকলকে অশেষ ধন্যবাদ জানাই।
>> >>
>> >> আমাদের সর্বপরিচিত অমি ভাই, রুবন ভাই, রাসেল ভাই, হাসিন ভাইয়ের প্রতি
>> বিশেষ
>> >> কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে তাদের চিন্তাভাবনা বক্তব্য তুলে ধরার জন্য।
>> [কেউ যদি
>> >> তাদের নাম এখানে না দেখেন তাহলে কিন্তু মন খারাপ করবেন না দয়া করে। এই
>> ভুলটি
>> >> আসলে আমার, কারন আমার স্মৃতিশক্তি খারাপ বলে অনেকেরই নাম আমি ভুলে যাই :(
>> ]।
>> >>
>> >> আরও আশার বিষয় হচ্ছে উপস্থিত অনেকেই উবুন্টু ও লিনাক্স নিয়ে কাজ করার
>> ব্যাপারে
>> >> আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তাদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ
>> জানাই
>> >> এজন্য। খুব শীঘ্রই আমরা আরও একটি সাধারন অনুষ্ঠান করতে যাচ্ছি যেখানে
>> >> বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিভাবে লিনাক্স ও উবুন্টুকে সকলের সামনে প্রচার
>> করা
>> >> সম্ভব হবে।
>> >>
>> >> অনুষ্ঠানটি কেমন হয়েছে, এসম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিলে খুবই ভালো
>> হয়।
>> >>
>> >> কেবল যে ভালো লাগা জানাবেন আর খারাপ লাগা জানাবেন না, এরকম হলে চলবে না।
>> কারন
>> >> কোনকিছুই একেবারে নির্ভূল নয়, আমাদের দ্বারাও কিছু ভুলভ্রান্তি হতে পারে।
>> তাই
>> >> আমি সকলকে আহ্বান জানাচ্ছি  অনুষ্ঠান সম্পর্কে তাদের উপদেশ/পরামর্শ দিতে।
>> তাহলে
>> >> ভবিষ্যত অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের ভুলভ্রান্তি শুধরে নিতে পারব। এবং সেই
>> >> অনুষ্ঠানগুলো আরও সার্থক হবে।
>> >>
>> >> শাহরিয়ার
>> >> কন্টেন্টস এন্ড মার্কেটিং অফিসার
>> >> উবুন্টু বাংলাদেশ
>> >>
>> >> --
>> >> ubuntu-bd mailing list
>> >> ubuntu-bd at lists.ubuntu.com
>> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> >>
>> >>
>> >>
>> >
>> >
>>
>>
>> --
>> DARKLORD (:=
>>
>> Ishtiaque Ahmed (Foisal)
>>
>> My Blog: http://foisal.wordpress.com
>> My youtube : http://www.youtube.com/medarklord
>> pageflakes : http://www.pageflakes.com/darklord.ashx
>>
>>
>> --
>> This message has been scanned for viruses and
>> dangerous content by MailScanner, and is
>> believed to be clean.
>>
>> --
>> ubuntu-bd mailing list
>> ubuntu-bd at lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>


-- 
_______
Susanta Barman.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080519/70b68844/attachment.htm 


More information about the ubuntu-bd mailing list