[ Ubuntu-BD ] Notice about hardy release party
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Tue May 6 12:50:43 BST 2008
ব্যানার তৈরি
বিভিন্ন ফোরামে ম্যাসেজ পৌছানো
মাল্টিমিডিয়া প্রজেক্টর সংগ্রহ হয়েছে।
রেজিষ্ট্রশন প্রক্রিয়া (ইমেইলে / ওয়েববেজড ফরম) করা হচ্ছে দায়িত্বে রাসেল ভাই
প্রেজেন্টেশনগুলি তৈরি রাখা করা হচ্ছে। যুগ্ম দায়িত্বে রাসেল, শাহরিয়ার ও
অন্যন্যরা
বক্তাদের তৈরি রাখা করা হচ্ছে। দায়িত্বে রাসেল ভাই
মূল উপস্থাপক ঠিক করা করা হচ্ছে দায়িত্বে রাসেল ভাই
নাস্তা কি হবে ঠিক করা
ভেনু ঠিক করা - হয়েছে - দায়িত্বে রুবন
প্রেস রিলিজ তৈরি করা (ডামি) করা হচ্ছে, দায়িত্বে আলোকিত, শাহরিয়ার, আশফাক
ছবি তোলা - দায়িত্বে রুবন
ভিডিও হবে কি না? সিদ্ধান্ত নেয়া হয়নি।
উপরের কাজগুলো কয়েকজন ভলান্টিয়ারের মধ্যে ভাগ করে দেয়া।
কোন কিছু বাদ পড়লে যোগ করতে পারেন।
- রুবন
--
Thanking you
Shahriar
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080506/2a548b9f/attachment.htm
More information about the ubuntu-bd
mailing list