[ Ubuntu-BD ] হার্ডি হ্যারন রিলিজ পার্টি সম্পর্কে কিছু কথা চিন্তা ভাবনা

রুবন roobon at gmail.com
Thu May 1 17:18:38 BST 2008


ধন্যবাদ শাহরিয়ার ভাই আপনার উত্তরের জন্য।  আশা করি আপনার উত্তরের মাধ্যমে
অনেকেই আরো প্রশ্ন করার সুযোগ পাবে।  সঙ্গে সঙ্গে একটি প্রাণবন্ত অনুষ্ঠান
পাবার জন্য প্রয়োজনীয় পরামর্শটুকু দিতে পারবে। অবশ্য আমি একেবারেই অনাহুত
টাইপের। এই মেইলিং লিষ্টে অন্তুর্ভূক্ত থাকলেও মেইল দেবার সুযোগ হয় না। তবে
লিনাক্স এবং ওপেন সোর্সের একজন শুভাকাঙ্খী বলতে পারেন।

On Thu, May 1, 2008 at 9:03 PM, Shahriar Tariq <shahriar at linux.org.bd>
wrote:

>
>
> On Thu, May 1, 2008 at 4:33 PM, রুবন <roobon at gmail.com> wrote:
>
> > সবকিছুই সুন্দর হয়েছে। এখানে আমার ছোটখাটো কিছু প্রশ্ন ছিলো।
> >
> > হার্ডি রিলিজ পার্টি কতটা সময়ব্যাপী চলবে?
>
>
> রিলিজ পার্টির অনুষ্ঠানটি দুই ঘন্টা ব্যাপি হবে বলে আশা করছি আমরা। কোন
> শনিবার বা বৃহঃস্পতিবার ৩-৫বা ৪-৬টা হবে
>


> অনুষ্ঠানটি আমাদের অফিস হলরুমে করার ব্যাপারে আগ্রহ ছিলো। সেজন্যই প্রশ্নটি
> করেছিলাম। শনিবার হলে ১৭ মে হতে পারে বিকাল ৪টায়। আপনারা আগ্রহী হলে আমি অফিসে
> চেক করে দেখবো।
>
>
> > ওপেন সোর্স নিয়ে আলোচনা কারা করবেন? তাদের নামগুলো প্রকাশ করলে ভালো হয়।
> >
>
> স্বাভাবিকভাবেই রাসেল ভাই আছেন কথা বলার জন্য, আরও কয়েকজন অভিজ্ঞ ব্যক্তিদের
> সাথে যোগাযোগ করা হয়েছে। তাদের অনেকেই আগ্রহ দেখিয়েছেন।  বিস্তারিত রাসেল ভাই
> একটু পরে জানাবেন
>

রাসেল ভাই তো আছেন। এছাড়া  অমি ভাই,  হাসিন ভাই এবং আরো কেউ থাকতে পারেন তাদের
নাম প্রকাশ করুন।

>
>
> আর আপনাদের মাঝে কারও যদি আগ্রহ থাকে কোন বিষয় নিয়ে উপস্থাপনা করার ব্যাপারে,
> তাহলে অবশ্যই আমাকে একটি ইমেইল পাঠান এই ঠিকানায় shahriar[at]linux.org.bd
>
>
> >
> > কোন বিশিষ্ট ব্যক্তিকে (টেকপারসন) আমন্ত্রন জানাচ্ছি কি না মোড়ক উন্মোচন
> > করার জন্য?
> >
>
>  হুমম ব্যক্তিগতভাবে আমার কোন পরিচিত বিশিষ্ট ব্যক্তি নেই। তবে রাসেল ভাইয়ের
> আগ্রহ রয়েছে, এই বিষয়ে রাসেল ভাই বিস্তারিত আলোচনা করবেন।
>
>
> > মিডিয়াকে কিভাবে আমন্ত্রন জানাচ্ছি?
> >
>
>  আমাদের অনুষ্ঠানটি আকর্ষনীয় নাহলে কোন মিডিয়া আগ্রহী হবে না। যেহেতু এই রকম
> অনুষ্ঠান পূর্ব প্রস্তুতি ছাড়া হঠাৎ করে করা হচ্ছে বলে অনুষ্ঠানটি কিরকম হবে
> এবং আদোও কতখানি সফল হবে এব্যাপারে কোন আগাম নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। এই
> মূহুর্তে আমরা আমাদের পরবর্তী গ্রুপ মিটিং-এ বিস্তারিত আলেচনা করবো। কারন আমরা
> চাই না মিডিয়া আসলো এবং অনুষ্ঠানটিতে কোন সমস্যা থাকার কারনে নেতিবাচক
> পাবলিসিটি হোক।
>
এখানে নেতিবাচকের বিষয় নেই বলেই আমার মনে হয়। সাংবাদিককে পূজা করার দরকার নেই।
মূল কাজটা হচ্ছে উবুন্টু এর নুতন ভার্সন রিলিজ হতে যাচ্ছে যেখানে বাংলাদেশীরা
কাজ করেছে (আমি ঠিক আছি তো)। এখানে সেদিনের অনুষ্ঠানটা কোনভাবেই মূখ্য নয়,
পেছনের কাজটাই মূখ্য। সাংবাদিকেরও দায়িত্ব আছে। উল্টাপাল্টা লেখা ভালো
সাংবাদিকের কাজ নয়। টেকনোলজি সাংবাদিক এমনটা কখনোই করতে পারে না। তারা ওপেন
সোর্সের গুরুত্ব বুঝে।
আমাদের সিদ্ধান্ত হওয়া দরকার মিডিয়াকে ডাকবো কি ডাকবো না।

>
>
> ইন্ট্রাপিড রিলিজের সময় আমরা নাহয় বড় আকারে অনুষ্ঠান করে মিডিয়া কভারেজের
> ব্যবস্থা করবো
>
>
> > পুরো অনুষ্ঠান ডিজাইনটা সবার সাথে শেয়ার করলে মনে হয় আরো ভালো হবে।
> >
>
> "অনুষ্ঠান ডিজাইন"  এই কথাটি বুঝতে পারলাম না বলে দু:খিত। আরও নির্দিষ্ট করে
> বললে তার জবাব দিতে সুবিধা হবে।
>
অনুষ্ঠান ডিজাইন বলতে আসলে বুঝিয়েছি ২ ঘন্টাব্যাপী অনুষ্ঠানের কখন কি হবে? কে
উপস্থাপনা করবেন? কখন অতিথিদের আসনগ্রহন করতে বলা হবে? যারা আলোচক থাকবেন তারা
কতক্ষণ করে সময় পাবেন? ইত্যাদি ইত্যাদি...

আমাদের হাঙ্গার প্রজেক্টে নিয়মিত এ ধরনের অনুষ্ঠান হয়, সেখানে এসব দেখি। যদিও
আয়োজনে আমার নিজের কখনো থাকতে হয়নি। তবে তাদের পাশাপাশি কাজ করে এসব জেনেছি।
সেজন্য হয়তো বেশি প্রশ্ন করে ফেলেছি।

>
>
> রুবেল ভাইকে ধন্যবাদ আগ্রহ দেখাবার জন্য।
>
>
> আবারও সবার পরামর্শ প্রত্যাশা করে শেষ করছি
>
> শাহরিয়ার তারিক
>
>
> --
> Thanking you
> Shahriar
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>


-- 
-----------------------------------------------------------------------------------------------------------------
Syed Ziaul Habib (Roobon), Program Officer
The Hunger Project-Bangladesh,
Volunteer Web Programmer of Shujan.org
Team member and contributor of Biggani.org,
Contributor photographer of photoshare.org
Technology writer of jaijaidin.com
Blog: http://roobon.wordpress.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080501/9d3124d1/attachment.htm 


More information about the ubuntu-bd mailing list