[ Ubuntu-BD ] Hardy bitterness

Nasimul Haque nasim.haque at gmail.com
Fri Jun 6 18:17:14 BST 2008


না, আমার কার্ড এনভিডা না। লিনাক্স সাপোর্টেড ইন্টেল কার্ড। এর জন্য
আলাদা কোন কনফিগারেশন জীবনেও লাগে নাই। এবারই ঝামেলা শুরু করেছে।

2008/6/6 Shahriar Tariq <shahriar at linux.org.bd>:
> On Fri, Jun 6, 2008 at 10:22 PM, Nasimul Haque <nasim.haque at gmail.com>
> wrote:
>
>> I really
>> wonder, why the hell they labeled this release as an LTS release.
>> Maybe, they need to fix things for a very long time for this release.
>> That's why they need an LTS. Damn, I shouldn't upgrade to Hardy. Gutsy
>> was superb.
>>
>> Nasim
>>
>> হা হা নাসিম ভাই ভালোই বলেছেন।
> আসলেই গাটসি আমার কাছেও ভালো লেগেছিলো বেশি। তবে গাটসি যদি দ্রুত কাজ করতো
> তাহলে আর হার্ডিতে আপগ্রেড করতাম না। আমিও হার্ডির অনেক নতুন ফিচার নিয়ে হতাশ।
> বেটা সফটগুলোর কথা না বললেই হয়। কি যে অবস্থা। আসলেই এলটিএস রিলিজ বানানো উচিত
> হয়নি।
>
> কিন্তু তারপরও আপনি প্রফেশনাল মানুষ আপনার কাছে প্রয়োজন স্ট্যাবল সিস্টেম।
> কিন্তু অনেকেই চায় latest and greatest এই কারনেই সমস্যা হয়ে গেছে :(
>
> আপনার গ্রাফিক্স কার্ড যদি এনভিডিয়া হয় তাহলে আপনার জন্য একটা আংশিক সমাধান আছে
> কাজে লাগবে নাকি জানি না। আমার সমস্যা এভাবে ঠিক হয়েছিল। আপনার যদি
> nvidia-xconfig ইনস্টল করা থাকে আনইনস্টল করে ফেলেন। nvidia-xconfig ইনস্টল
> হবার পর আমার রেজ্যুলেশন ৬০০*৪০০ হয়ে গিয়েছিলো তারপর ওটা আনইনস্টল করতেই আমার
> সঠিক রেজ্যুলেশন পেয়ে গেছে হার্ডি।
>
> আপনি দেখেন আপনার সমস্যার সমাধান এভাবে হয় নাকি। হলে একটা আপডেট দিয়েন তাহলে
> বুঝবো পদ্ধতিটা আসলে হাতুড়ি হলেও কাজের নাকি।
>
> -শাহরিয়ার
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
M. Nasimul Haque, M.Sc.(SUST)
Wessex Institute of Technology
Southampton, UK


More information about the ubuntu-bd mailing list