[ Ubuntu-BD ] how to install fonts
আলোকিত
alokito.bd at gmail.com
Fri Jun 6 15:59:55 BST 2008
সব ঠিক আছে কিন্তু আসল কাজ(ইন্সটল কমান্ড)-টাই করতে বলেন নাই :-D
টেম্পোরারী ফোল্ডারের এখানে কি দরকার বুঝলাম না, ফন্ট যেকোন জায়গায় এক্সট্রাক্ট
করলেই হবে। এরপর একটা টার্মিনাল চালু করে রুট ইউজার হয়ে (sudo -i) nautilus
/usr/share/fonts/ টাইপ করে এন্টার চাপতে হবে।
এবার নতুন ফোল্ডার তৈরি করে ফন্ট কপি পেস্ট করে টার্মিনাল থেকে sudo fc-cache
-f -v কমান্ডটা চালালেই ফন্ট ইন্সটল হয়ে যাবে :-)
ফন্ট ইন্সটলের কাজটা মাউসের মাত্র দুটি ক্লিকের সাহায্যে করতে পারবেন নটিলাস
ফন্ট ইন্সটলার স্ক্রিপ্ট দিয়ে। ফন্ট ইন্সটলের জন্য বেশ কয়েকটি স্ক্রিপ্ট আছে,
আমি ব্যবহার করি
এইটা...<http://gnome-look.org/content/download.php?content=80905&id=2&tan=82447339>।
স্ক্রিপ্ট ফাইলটা ডাউনলোড করে /home/username/.gnome2/nautilus-script ফোল্ডারে
কপি করে নিন। এরপর যেকোন টিটিএফ ফন্টে রাইট ক্লিক করে Scripts>> Font ইন্সটলারে
ক্লিক করলেই ফন্টটি ইন্সটল হয়ে যাবে। :-)
একসাথে একাধিক ফন্টও ইন্সটল করতে পারবেন, একই নিয়মে।
2008/6/6 Shahriar Tariq <shahriar at linux.org.bd>:
> On Fri, Jun 6, 2008 at 7:49 PM, nasir khan <nasir8891 at gmail.com> wrote:
>
> > can you tell me how to add new fonts in ubuntu8.04
> >
> > --
> > [saikat]
> >
>
> উবুন্টুতে ফন্ট ইনস্টলেশনের জন্য।
>
> ১) আপনি যে ফন্ট ইনস্টল করতে চান তা ডাউনলোড করুন।
>
> ২) টেম্পরারি ফোল্ডারে (/tmp) ডাউনলোডকৃত আর্কাইভ এক্সট্র্যাক্ট করুন।
>
> ৩) এবার রুট এক্সেসে আপনার নটিলাস ফাইল ব্রাউসারটি খুলুন। ( alt+F2 gksudo
> nautilus )
>
> ৪) ফন্ট ফোল্ডারে যান (/usr/share/fonts)
>
> ৫) আপনি যে ফন্ট ইনস্টল করতে চান তার জন্য একটি নতুন ফোল্ডার খুলুন।
>
> ৬) টেম্পরারি ফোল্ডার থেকে আপনার এক্সট্র্যাক্টকৃত ফাইলগুলো ড্র্যাগ ড্রপ বা
> কাট করে নিয়ে আসুন সদ্য তৈরিকৃত ফোল্ডারে।
>
>
> কোনখানে কোন ভুল থাকলে অভিজ্ঞরা শুধরে দিবেন আশা করি।
>
>
> -শাহরিয়ার
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
আমাদেরপ্রযুক্তি ফোরাম- প্রযুক্তির সবকিছু চাই বাংলায়...
http://forum.amaderprojukti.com
More information about the ubuntu-bd
mailing list