[Ubuntu-BD] 6 years of Creative Commons License
Shabab Mustafa
shabab.mustafa at gmail.com
Thu Dec 18 13:46:35 GMT 2008
আমিও আইনের বিশেষজ্ঞ নই। তবে অ্যাকাডেমিক কারণেই কিছু কিছু আইন পড়তে হয়েছে বই
কি!
আন্তর্জাতিক আইন বাদে আমার ধারণা বাংলাদেশী চুক্তি আইনের আওতায়েও মামলা সম্ভব।
কোন চুক্তিকে আদালত তখনই স্বীকৃতি দেয় যখন সেই চুক্তিতে তিনটি জিনিস উপস্থিত
থাকে। ১. প্রস্তাবণা (Offer), ২. সম্মতি (Acceptance), ৩. শর্ত
(Consideration). এর যে কোন একটি অনুস্থিত থাকলে সেটা চুক্তি বলে বিবেচিত হবে
না।
এখন, আপনি আপনার কাজ ক্রিয়েটিভ কমন্স এর আওতায় প্রকাশ করছেন মানে লাইসেন্সে
উল্লেখিত শর্তগুলো পূরণ করা হলে আপনি আপনার কাজ অন্যকে ব্যবহার করতে দিতে রাজি
আছেন।
টেকনিক্যালি এখানে ব্যবহারের জন্য প্রস্তাব আছে, আপনার সম্মতি আছে। এবং CC
লাইসেন্সের শর্তও আছে। অতএব আমার ধারণা চুক্তি আইনের অধীনেও মামলা করতে পারার
কথা।
More information about the ubuntu-bd
mailing list