[Ubuntu-BD] 6 years of Creative Commons License

Saady Amin saadyamin at gmail.com
Thu Dec 18 10:22:20 GMT 2008


উচ্চ আদালতের বিচারকগণ সাধারণত আন্তর্জাতিক আইন মেনে চলেন যেহেতু বাংলাদেশ
সেসকল আইনের সিগনেটরি। তবে, যেমনটি লিখেছেন, তা স্থানীয় প্রচলিত আইনের পরিপন্থি
হবেনা। অবশ্য আমাদের এসকল আইন পাশ্চাত্যে আইন অনুসরণ করেই করা, তাই পরিপন্থি না
হবারই কথা।

অন্য প্রসঙ্গটেনে উল্লেখ কর যেতে পরে যে, কিছুদিন আগে বার্মার সাথে সমূদ্রসীমা
নিয়ে বিবাদের সময় বাংলাদেশ সরকার বলেছে যে তারা জাতিসংঘের সমূদ্র আইন মেনে চলবে
(বাংলাদেশ ও বার্মা উভয়ই সিগনেটরি)। মজার ব্যপারহচ্ছে বাংলাদেশের একটি নিজস্ব
সমুদ্র আইন রয়েছে (১৯৭৪ সংসদ কর্তৃক জারীকৃত এবং এখনও বলবৎ) যা জাতিসংঘের
সমূদ্র আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়!



----- Original Message ----- 
From: "Shahriar Tariq" <shahriar at linux.org.bd>
To: "Ubuntu Bangladesh" <ubuntu-bd at lists.ubuntu.com>
Sent: Thursday, December 18, 2008 3:36 PM
Subject: Re: [Ubuntu-BD] 6 years of Creative Commons License


> 2008/12/18 DarkLord (:= <darklord2007 at gmail.com>
>
>> ধরেন বাংলাদেশে কেউ ক্রিয়েটিভ কমনস লাইসেন্সের ভায়োলেশন করলো এখন আমি কি
>> বাঙলাদেশের আইনে সুবিচার পাবো?
>>
>
> যদিও আমি আইনের লোক নই, আমি যতোদূর জানি, ক্রিয়েটিভ কমন্স আন্তর্জাতিক আইনের
> সম্মান পাবে। অর্থাৎ সম্পূরক আইন হিসেবে কাজ করবে, বাংলাদেশের কপিরাইট আইনের
> কোন অংশ যদি আমাদের নির্দিষ্ট এগ্রিমেন্ট/কন্ট্রেক্ট কভার না করে এবং সেই
> সাথে
> যদি বাংলাদেশের কপিরাইট অথবা অন্য যেকোন আইনের কোন অংশ লঙ্ঘন না করে তাহলে
> আন্তর্জাতিক আইন সম্পূরক আইন হিসেবে আদালতে রেফারেন্সে আসতে পারবে।
>
> তবে এখানে এই আন্তর্জাতিক আইন গ্রহণ করা না করা একেবারে জজের উপর নির্ভরশীল,
> তিনি চাইলেই আন্তর্জাতিক আইন বাংলাদেশে প্রযোজ্য নয় বলে রায় দিতে পারেন, আবার
> একই সাথে আন্তর্জাতিক আইনের সাথে বাংলাদেশের আইনের সমন্বয় রেখে নতুন রায় দিতে
> পারেন।
>
> -- 
> Thanking you
> Shahriar
>
> Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
> http://forum.linux.org.bd
>
> Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org
>
> Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
> মুক্ত.অর্গ http://mukto.org
> -- 
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>




More information about the ubuntu-bd mailing list