[Ubuntu-BD] উবুন্টু বিষয়ে সাহায্য চাই

mamun mamundnj at gmail.com
Mon Dec 15 08:43:28 GMT 2008


প্রথমদিকে ইন্ট্রিপিড আইবেক্স ইন্সটল করার সময় এটা আমার পিত্তি জ্বালিয়ে
দিয়েছিল। অন্তত ৬ বার পুরো ইন্সটল হয়েও হয়নি। আমিও জিদ করে চালিয়ে গেছি.. কোন
কারণে শেষ পর্যন্ত ইন্সটল হয়েছে। ব্যাপার লটারির মত ছিল। আসলে ঠিক কারণে এমনটা
হয় উবুন্টু তে??

Al Mamun
---------------
জাগো বাহে, অনেক দূর যাবা হবি.. অনেক কাম বাকি আছে
*Dinajpur* <http://dinajpurinfo.com>


On Mon, Dec 15, 2008 at 11:59 AM, saiful islam <jewelctg07 at gmail.com> wrote:

> হ্যালো লেলিন ভাই, কি খবর?
> এই পিসিটা অফিসের। এটাতে আগে উবুন্টু ইন্সটল করিনি।
> এটার র‌্যাম ৩২০ মেগাবাইট, প্রসেসর সেলেরন ৬৩৪ মেগাহার্টস।
>
> আর বাসার পিসিতেতো উবুন্টু চালাচ্ছি। কোনো সমস্যা হচ্ছে না। সেই সিডিটা দিয়েই
> অফিসের পিসিতে উবুন্টু ইন্সটল করতে চাচ্ছিলাম।
>
> প্রথমদিকে "unable to load the system description tables loading, please
> wait" ম্যাসেজটা দেখায়। আর সবার শেষে "failed to start the x server (you
> graphical interface). It is likely that it is not set up correctly. would
> you like to view the x server output to diagnose the problem?"
>
>                                                                   yes/no
> --
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list