[Ubuntu-BD] Discussion and planning on RBL linux distro
DarkLord (:=
darklord2007 at gmail.com
Tue Dec 2 18:29:43 GMT 2008
I am changing the thread
Raihan Hasnain Rahman wrote:
> Ah! Tiger ... :D
>
> 2008 ডিসেম্বর 1 04:31 এ, Shahriar Tariq <shahriar at linux.org.bd> লিখেছেন:
>> On Mon, Dec 1, 2008 at 4:03 AM, dark lord <darklord2007 at gmail.com> wrote:
>>
>>> আমি বলতে চাচ্ছিলাম শুধু xfce kde না দুরকম ইনস্টলেশনে আলাদা আলাদা
>>> প্যাকেজগুলো ইনস্টল হবে যেটা উক্ত ফ্লেভার গুলোর জন্য নির্ধারিত করা হয়েছে
>>>
>> আমিও তো তাই বলছি
>> এক্সএফসিই ইনস্টল করতে চাইলে এক্সএফসিই প্যাকেজ ইনস্টল করবে আবার কেডিই
>> নির্বাচন করলে কেডিই এ্যাপ্লিকেশন ইনস্টল করবে। নাকি আপনি আর কিছু বুঝাতে
>> চেয়েছেন আমি বুঝিনি?
আমি বলতে চেয়েছি দুটো ফ্রেভারে আমরা কেডিই বা এক্সএফসিইর ডিফল্ট এপলিকেশন ছাড়াও
আমরা কিছু এপলিকেশন সিলেক্ট করবো উক্ত দুটি ফ্লেভারের জন্য আলাদা আলাদা ভাবে।
আচ্ছা আমার পূর্বের পোষ্টের কিছু অংশ তুলে ধরছি।
Lats make 2 flaver
office edition = all kind of app that can be useful to office
corporate user Oo.o 3 must + xfce + less multimedia support + good
support for networking,internet communication that ubu already hav +
simplest lightest possible.
Multimedia edition for regular user = kde latest may be gnome too for
giv users choice + exclude Oo.o include small office app + all
multimedia support codec+ 3gp converter , mp3 ripper , non-linear
video editor,rythombox/banshee + wine + compiz if possible provid
restricted graphic card driver too for manual installation.
অর্থাত ইউজার যখন একটি ফ্লেভার সিলেক্ট করবে তখন উক্ত ফ্লেভারের জন্য যে প্যাকেজ
গুলো সিলেক্ট করা হয়েছে সেগুলো শুধু ইনস্টল হবে। যেমন ধরুন মাল্টিমিডিয়া এডিশন
সিলেক্ট করলে ওপেনঅফিস ইনস্টল হবেনা এর থেকে লাইট কিছু এবিআইওয়ার্ড ইনস্টল হবে।
আর অফিস এডিশন ইনস্টল করলে মাল্টিমিডিয়া কমপিজ ইত্যাদি ইনস্টল হবেনা সুধু
ডিস্ট্রোটির জন্য সিলেক্টেড এপ্লিকেশন ইনস্টল হবে।
আমি সম্ভবত সুসিতে দেখেছি ইনস্টলেশন সেটাপের সময় প্যাকেজ সিলেক্ট বা ডিসিলেক্ট
করা যায়। তেমন কিছু
>>
>> লেনিন ভাই মোবাইল কোম্পানিগুলো আগে থেকেই কার কাছ থেকে যেনো অমি ভাইয়ের খবর
>> পেয়ে গেছে :( তাই বিএলইউএ-ই ভর্সা........
>>
>> --
>> Thanking you
>> Shahriar
>>
More information about the ubuntu-bd
mailing list