[ Ubuntu-BD ] ubuntu বিষয়ে সাহায্য চাই
Jewel
jewelosman at gmail.com
Sat Aug 30 07:59:47 BST 2008
আমি ও চট্টগ্রাম থেকে জুয়েল বলছি :).....ubuntu সংক্রান্ত কিছু টিউটোরিয়াল
http://cae.com.bd তে পাবেন...xubuntu সহ যেকোন সিডির জন্য আমার সাথে যোগাযোগ
করতে পারেন।........
2008/8/30 saiful islam <jewelctg07 at gmail.com>
> হ্যালো সবাইকে। আমি চট্টগ্রাম থেকে জুয়েল বলছি। গত ২৮/০৮/০৮ইং তারিখে উবুন্টুর
> সিডি হাতে পেলাম। এখন বুঝেতে পারছি না কিভাবে ইন্সটল করব। আমি প্রাথমিক
> অবস্থায়
> উইন্ডোজ এবং উবুন্টু দু'টি একসাথে ব্যবহার করতে চাই। হার্ডডিস্ক নতুনভাবে
> পার্টিশন করতে চাই না। আমি চাই উইন্ডোজে আমার যেসব ফাইল আছে তা যেন ঠিক থাকে।
> এখন কিভাবে আমি উবুন্টু ইন্সটল করব সে বিষয়ে দয়া করে সাহায্য করলে কৃতজ্ঞ
> থাকব।
> আমার এই ঠিকানায় বাংলায় লিখে পাঠালে সবচেয়ে ভাল হয়।
>
> আমার কম্পিউটারের কনফিগারেশন হচ্ছে
> পেন্টিয়াম ৪, র্যাম - ২৫৬, হার্ডডিস্ক - ৮০ গিগা।
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
With Best Regards
Mohammed Osman Gani ( Jewel )
Chittagong, Bangladesh.
Home Page:- http://jewel.50webs.com/
Moderator of:- http://cae.com.bd/
More information about the ubuntu-bd
mailing list