[ Ubuntu-BD ] ubuntu বিষয়ে সাহায্য চাই

9el lenin at phpxperts.net
Sat Aug 30 07:16:59 BST 2008


আমি ২৫৬ র্যাম এবং পেন্টিয়াম ২ ৪০০মে.হা সিস্টেমে উবুন্টু লাইভ সিডি চালিয়েছি
কোনো সমস্যা ছাড়া।
সাইফুল ভাইকে বলছি, আপনার কিন্তু আলাদা একটি পার্টিশন খালি করতে হবে উবুন্তু'র
জন্য।  আর ইনস্টল করার জন্য আপনাকে  '/' এই মাউন্ট পয়েন্ট এবং 'swap' টাইপ
পার্টিশন করে নিতে হবে। যদিও অন্যান্য পার্টিশন আলাদা থাকা ভালো, নতুন
ব্যবহারকারী হিসেবে এভাবে শুরু করলে সুবিধা হবে।
আর এভাবে ডুয়াল বুটিংও করতে পারবেন। আপনার উইন্ডোজ এর কিছুই হবেনা।



On Sat, Aug 30, 2008 at 11:16 AM, saiful islam <jewelctg07 at gmail.com> wrote:

> xbuntu এর সিডি কিভাবে পাব?
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list