[ Ubuntu-BD ] উবুন্টু এর সমস্যাগুলা শেয়ার করুন

nasir khan nasir8891 at gmail.com
Tue Aug 12 21:13:57 BST 2008


উবুন্টু ৮.০৪ রিলিজের পর থেকে আমি এটা নিয়মিত ব্যাবহার করি। আমার কয়জন বন্ধু
এখনও ৭.০৪ ব্যাবহার করে। এখন তারা আমাকে বোঝাতে চাইছে যে ৭.০৪, ৮.০৪ থেকে ভালো।
উবু্টু ব্যাবহারে ওদের কিছু সমস্যা হচ্ছে বলে তারা এতে আগ্রহী না। তবে একটি
সমস্যা(১) আমাদের সবারই কমন।
(১) প্রতিবার পিসি অন করার পর সবগুলা ড্রাইভ মাউন্ট করতে হয়
(২) কীবোর্ড লেআউট প্রতিবার অ্যাড করতে হয়
(৩) ফন্ট অ্যাড করার পদ্ধিতিটি সহজ নয়
(৪) ড্রাইভ মাউন্ট করা অবস্থায় কোন ইউজার লগ আউট করে অন্য ইউজার দিয়ে লগইন করলে
মাউন্ট করা ড্রাইভগুলা অ্যকসেস করা যায় না
(৫) ইনস্টল করার পর আপডেট ডাউনলোড শুরু করলে সিস্টেম স্লো হয়ে যায়
(৬) রিস্টার্ট করলে ডেক্সটপ ওয়ালপেপার নতুন করে সেট করতে হয়

***********
## উবুন্টুর যে আপডেট ফাইলগুলা ডাউনলোড হয় সে গুলা আমি সিডিতে রাইট করে
রিপোজিটরি বানাতে চাই। কিভাবে করবো(উইন্ডোস ও উবুন্টুতে)?
## ডাউনলোড করা আপডেট ফাইলগুলা এবং কিছু ফন্ট সহ উবুন্টু সিডি/ডিভিডি রাইট করা
যায় কিনা যেন আমাকে ওইগুলা আর ডাউনলোড করতে হবে না এমনিতেই ইনস্টল হয়ে যাবে

## রিপোজিটরি ডিভিডিতে ডাউনলোড করা আছে এবং আমাকে দিতে পারবেন এমন কেও আছেন?
***********
***********
আপনারা অনেকেই উবুন্টু ব্যাবহার করেন। ব্যাবহার করার সময় হয়তো সমস্যায় পড়েছেন
সমাধান পেয়েছেন বা পাননি বিষয়গুলা আমার সাথে শেয়ার করলে আমার খুব উপকার হবে।

উবুন্টু বিষয়ক কিছু মতামত চাই

-- 
Nasir Khan Saikat
Undergraduate student
Dept. of CSE
United International University

web: nasir8891.googlepages.com
facebook: http://www.new.facebook.com/profile.php?id=1350570162


More information about the ubuntu-bd mailing list