[ Ubuntu-BD ] স্বাগতম ১৪১৪ সাল!
DarkLord (:=
animator at ranksitt.com
Fri Apr 20 05:57:59 BST 2007
Russell John wrote:
>> দেরিতে রিপ্লাই করার জন্য দুঃখিত, একটু ঝামেলাম মধ্যে ছিলাম। আর.বি.এল.
>> এর প্রাথমিক পরিকল্পনা যখন হয়, তখন আমরা চাচ্ছিলাম এটিকে একটি ডেভেলপমেন্ট
>> রিলিজ হিসেবে বের করতে, যেখানে বাংলাদেশি প্রোগ্রামাররা (বিষেশত
>> ছাত্র/ছাত্রীরা) লিনাক্স কার্নেলের উপর বেইজ্ করে নিজেরাই বিভিন্ন
>> এপ্লিকেশন তৈরী করবে। লিনাক্স প্ল্যাটফর্মে সফটওয়্যার ডেভলপমেন্টে
>> আগ্রহী অনেকের সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে, যাদের জন্যই আর.বি.এল. এর
>> ব্যাপারে আমরা উৎসাহী হই। পরবর্তীতে, আমাদের প্ল্যানিং কিছুটা চেঞ্জ হয়।
>> ডেভলপমেন্ট রিলিজের পাশাপাশি আমরা প্রডাকশন রিলিজের ব্যাপারেও ভাবতে
>> শুরু করি, যেটি হবে যুবুন্টু লিনাক্স বা এক্স.এফ.সি.ই এনভাইরমেন্ট বেইজড।
>>
আচ্ছা কেডিই আর এক্স.এফ.সি.ই এনভাইরমেন্ট একসাথে রাখা যায় না ?
যাদের কনফিগারেশন ভালো তারা kde use করবে আর যাদের লো কনফিগারেশন পিসি
তারা এক্স.এফ.সি.ই use
করবে?
>> আমার এন.জি.ও. তে কাজ করার অভিজ্ঞতা থেকে দেখেছি যে দেশের বিভিন্ন
>> সরকারী ও বেসরকারী স্কুল, কলেজ, ও প্রতিষ্ঠানে ব্যাবহিত কম্পিউটার গুলো
>> প্রায় সবই কম গতি ও কম মেমরি সমৃদ্ধ। এই স্থাপনাগুলোকে টার্গেট করেই
>> আমাদের যুবুন্টু নির্ভর আর.বি.এল এর প্রডাকসন রিলিজের পরিকল্পনা হয়।
>> ডিসেম্বর ২০০৬ ও জানুয়ারী ২০০৭ এ এই বিষেয়ে আমরা একটি সার্ভে চালাই,
>> যেখানে নন-কম্পিউটার প্রফেসনালরা তাদের বিভিন্ন চাহিদা ও অভিমত জানান।
>> তাঁদের কারোরই ঝাকানাকা কিছু প্রয়োজন নেই, বরঞ্চ প্রাৎতহিক কাজ করা
>> সম্ভব, উইন্ডোজ এর সমকক্ষ একটি নন-পাইরেটেড লিগাল অপারেটিং সিস্টেম হলেই
>> চলে। এনাদের জন্যই তৈরী হবে আর.বি.এল। এডুবুন্টুতে তে ব্যাবহিত বিভিন্ন
>> শিক্ষামূলক প্যাকেজও থাকবে এতে। পাশাপাশি ডেভেলাপমেন্ট রিলিজ নিয়েও কাজ
>> হবে, যেটি মূল উদ্দেশ্য ছাত্র/ছাত্রীদের লিনাক্স প্ল্যাটফর্মে কাজ করার
>> একটি ভিত্তি গড়ে দেয়া ও সহায়তা করা, যেটি পরবর্তীতে তাদের কর্মজীবনে
>> সহায়তা করবে।
>>
>> এই প্রজেক্টের মূল কর্তাব্যাক্তি হলেন রফিক ভাই, যার সাথে
>> rafiq at linux.org.bd এড্রেসে যোগাযোগ করা যাবে। আপনাদের সকলের সহযোগিতা
>> পাব বলে আশা করছি।
>>
>> - রাসেল
--
This message has been scanned for viruses and
dangerous content by MailScanner, and is
believed to be clean.
More information about the ubuntu-bd
mailing list