[ Ubuntu-BD ] স্বাগতম ১৪১৪ সাল!

Syed Ziaul Habib roobon at thp.org
Sun Apr 15 09:28:55 BST 2007


সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

সকাল সাড়ে ৭ টায় বেরিয়েছিলাম। বাংলা মটর পর্যন্ত যেতেই ৬০ টাকা বিল উঠলো
ট্যাক্সি-ক্যাবের, কিন্তু শাহবাগ পর্যন্ত  যাওয়া হলো না। এখানেই নামতে হলো।
তারপর শুধুই মানুষের ঢল।  চারুকলা পর্যন্ত পৌঁছতে হাজার হাজার মানুষ পেরোতে
হলো। আশে-পাশের বিভিন্ন স্টলগুলো বারবারই টানছিলো।  রং-এর ছড়াছড়ি। বিভিন্ন
ধরনের অফার তো আছেই মোবাইল কোম্পানীগুলোর। হাত-পাখার আদলে বিভিন্ন প্রতিষ্ঠানের
স্যুভেনির সবার নজরে। বৈশাখ উদযাপনে এত মানুষ আগে কখনো দেখিনি। শুধু মানুষ আর
মানুষ।  যেখানে বাচ্চা হারিয়ে যাওয়ার ঘটনাও চোখে পড়লো।

প্রতিবছরই এই সংখ্যা বাড়ছে। শাহবাগ, রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরেও এই
আয়োজন করা যেতে পারে।  যাতে একই এলাকার দিকে মানুষের ঢল  না থাকে।  অনুষ্ঠান
আয়োজন স্থলে পৌছতেই যদি এনার্জি খতম হয়ে যায় ...

স্বাগত জানাচ্ছি "রয়্যাল বেঙ্গল লিনাক্স" - এই উদ্যোগকে এবং আগ্রহভরে তাকিয়ে
রইলাম সেই দিনের অপেক্ষায়, যেদিন মোড়ক উন্মোচন হবে।

ধন্যবাদ, রুবন



On 4/14/07, Russell John <russell at linux.org.bd> wrote:
>
> বাংলাদেশ লিনাক্স ইউজারস এলায়েন্স এবং উবুন্টু বাংলাদেশ এর পক্ষ থেকে
> সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা।
>
> আশা করছি আগামী বছর ঠিক এই দিনে আমাদের স্বপ্নের ডিস্ট্রিবিউসন "রয়্যাল
> বেঙ্গল লিনাক্স" আপনাদেরকে উপহার দিতে পারব।
>
> ১৪১৪ সাল আপনাদের জন্য সুখ ও শান্তি বয়ে আনুক, এই কামনায়,
> রাসেল
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
------------------------------------------------------------------------------------------------------------------------
/Syed Ziaul Habib (Roobon), Asstt. Program Officer, The Hunger
Project-Bangladesh,
www.thpbd.org, www.shujan.org, www.local-democracy.org,
www.girlchildforum.org/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20070415/eb17fe5a/attachment-0001.htm 


More information about the ubuntu-bd mailing list