<font size="4">আজকে হয়ে গেলো উবুন্টু বাংলাদেশ ও বিএলইউএ আয়োজিত উবুন্টু হার্ডি হ্যারন রিলিজ পার্টি।<br><br>সকলের স্বতস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহনের মধ্য দিয়ে আড়াই ঘন্টা ব্যাপি এই অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এজন্য আমি উবুন্টু বাংলাদেশের পক্ষ থেকে সকলকে অশেষ ধন্যবাদ জানাই।<br>
<br>আমাদের সর্বপরিচিত অমি ভাই, রুবন ভাই, রাসেল ভাই, হাসিন ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে তাদের চিন্তাভাবনা বক্তব্য তুলে ধরার জন্য। [কেউ যদি তাদের নাম এখানে না দেখেন তাহলে কিন্তু মন খারাপ করবেন না দয়া করে। এই ভুলটি আসলে আমার, কারন আমার স্মৃতিশক্তি খারাপ বলে অনেকেরই নাম আমি ভুলে যাই :( ]।<br clear="all">
</font><br><font size="4">আরও আশার বিষয় হচ্ছে উপস্থিত অনেকেই উবুন্টু ও লিনাক্স নিয়ে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তাদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এজন্য। খুব শীঘ্রই আমরা আরও একটি সাধারন অনুষ্ঠান করতে যাচ্ছি যেখানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিভাবে লিনাক্স ও উবুন্টুকে সকলের সামনে প্রচার করা সম্ভব হবে।<br>
<br>অনুষ্ঠানটি কেমন হয়েছে, এসম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিলে খুবই ভালো হয়। <br><br>কেবল যে ভালো লাগা জানাবেন আর খারাপ লাগা জানাবেন না, এরকম হলে চলবে না। কারন কোনকিছুই একেবারে নির্ভূল নয়, আমাদের দ্বারাও কিছু ভুলভ্রান্তি হতে পারে। তাই আমি সকলকে আহ্বান জানাচ্ছি&nbsp; অনুষ্ঠান সম্পর্কে তাদের উপদেশ/পরামর্শ দিতে। তাহলে ভবিষ্যত অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের ভুলভ্রান্তি শুধরে নিতে পারব। এবং সেই অনুষ্ঠানগুলো আরও সার্থক হবে।</font><br>
<br>শাহরিয়ার<br>কন্টেন্টস এন্ড মার্কেটিং অফিসার<br>উবুন্টু বাংলাদেশ<br>