<font size="4">@সুশান্ত ভাই<br>রিলিজ পার্টি যে কেবল একটিই হবে এমন কোন ধরা বাধা নিয়ম নাই। আপনাদের যদি নিজেদের শহরে আগ্রহী ব্যক্তি থাকেন তাহলে সবাই মিলে একদিন জড়ো হয়ে রিলিজ পার্টি করলেন। তাহলেই হলো।<br><br>আর মিডিয়ার ব্যাপারে আমরা এই অনুষ্ঠানে কেবল প্রেস রিলিজ পাঠাবো। দুএকটি ছবিও পাঠাতে পারি। যদি তাদের পছন্দ হয় তো তারা ছাপবে। ডেইলি স্টারের সম্পাদকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। আর কেউ যদি অন্য পত্রিকায় লিংকেজ দিতে পারেন তো ভালো হয় খুব।</font><br>
<br><font size="4">@রুবন ভাই মন খারাপ করার কিছু নাই। যেহেতু অনেকদিন ইনএক্টিভ থাকার পর প্রথম অনুষ্ঠান হচ্ছে আমরা এখনও জানি না ফলাফল কি হবে। আমরা তেমন রিস্ক নিতে চাচ্ছিনা এবার। এই অনুষ্ঠানের ফলাফল দেখেই আমরা পরবর্তীতে কি করা হবে তার সিদ্ধান্ত নিবো।<br>
</font><br><font size="4">আর কেবল যে রিলিজ পার্টিই হবে তা নয়। এছাড়াও এমাসে আমাদের আরও কিছু কাজ আছে। তবে সেব্যাপারে সবকিছু ঠিক হলে পরই আমরা সবাইকে নোটিশ দিবো তার আগে কিছু বলতে পারছিনা দু:খিত।<br></font><br><br><br><br><br>
-- <br>Thanking you<br>Shahriar