[Ubuntu-BD] শুধু USB Pendrive read only mount হচ্ছে 14.04 এ, শুধু আমার উবুন্টুতে, অন্য উবুন্টু 14.04 এ সেটা write-permission সহ mount হচ্ছে

Pavel Sayekat pavelsayekat at gmail.com
Wed Mar 9 17:32:14 UTC 2016


হা হা হা, আমিও বুঝতে পারিনি প্রথমে ব্যাপারটা, আর সারারাতের মধ্যে আমি কিং অব
ফাইটার গেইমটিও খেলেছিলাম, লল।

2016-03-09 23:26 GMT+06:00 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>:

> ভাই পাভেল সৈকত
> বোঝা গেলো গরুটা আছে, তবে তাঁর দড়িটা এত লম্বা যে, তা দিয়ে গ্রামসুদ্ধ লোক
> বেঁধে রাখা যাবে। :)
>
> আপনি পরবর্তীতে কোন বিষয়ে পরামর্শ চাইলে অবশ্যই পুরো ঘটনা বলবেন। অাংশিক বললে
> সমাধানের ক্ষেত্রেও সেটা আংশিকই মিলবে এবং সেজন্যে আপনার চেপে যাওয়া ঘটনাই
> দায়ী হবে।
> --
> রিং
> +8801511411437
>
> মহাসচিব
> এফওএসএস বাংলাদেশ
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list