[Ubuntu-BD] শুধুমাত্র উবুন্টু ব্যবহার করে একটা পুরো বই লিখে ফেললাম!
আব্দুল্লাহ আল মামুন রাসেল
joy.dtech at gmail.com
Fri May 23 10:10:49 UTC 2014
@নিউটন স্যার। আপনি যেভাবে করেছেন সেভাবেই যদি বই করতে চান তো এগুলোকে
শুধুমাত্র সেইভ এজ পিডিএফ করে এর থেকেই আউটপুট করে নিতে পারবেন। এবং সে আউটপুট
থেকেই প্লেট / সিটিপি করা সম্ভব। এর বাইরে কোন হেল্প লাগলে বলবেন আমি
প্রিন্টিং এবং পাবলিকেশন ব্যবসার সাথে জরিত। আশা করি ফোনে ফোনে ও আপনার কাজে
আসতে পারবো যদি সহযোগীতা লাগে। তবে ফন্ট যেটা ইউজ করবেন সে ফন্ট টা প্রেসের যে
মেশিন থেকে আউটপুট করাবেন তাদের মেশিনে থাকতে হবে। আর ফন্ট হিসেবে আমি
সোলায়মানলিপি ব্যবহার করতে অনুরোধ করবো।
Abdullah Al Mamun Russell
ICT Journalist, ICT consultant.
Cell : 01836 78 3737
2014-05-22 21:22 GMT+06:00 Salim Reza Newton <salimrezanewton at gmail.com>:
> আদনান ভাই,
>
> আমাকে আপনার সেলফোন নম্বরটা একটু দিয়েন যদি আপত্তি না থাকে। "অচেনা দাগ" নামে
> আমার একটা সাড়ে চারশো পাতার বই শেষ করেছি উবুন্টু, লিব্রা অফিস দিয়ে। কিছু
> পরামর্শ নিতাম। আমি নিতান্তই আনাড়ি।
>
> আমার সেলফোন: ০১৭৬০ ৭৭৫৫২২
>
> সেলিম রেজা নিউটন
>
> *Salim Reza Newton*
> Mass Communication and Journalism
> Rajshahi University, Bangladesh
>
> "Freedom first, freedom second, freedom always."
>
>
> 2014-05-22 20:53 GMT+06:00 Tareq Mohammad <tareq.mhd at gmail.com>:
>
> > দারুণ কাজ করে ফেলেছেন মশাই। অবশ্য কিছুদিন আগে রিংকু স্যারের রুমে বইটি
> দেখে
> > আঁচ করেছিলাম এমন কিছু করে ফেলেছেন আপনি।
> >
> > এমন কাজ আরো চাই।
> >
> >
> > *Mohammad Tareq*
> >
> > *Assistant Professor*
> > Department of Electrical Electronic & Telecommunication Engineering
> (EETE)
> >
> > *Dhaka International University (DIU)*
> > Dhaka, Bangladesh.
> > e-mail: tareq.mhd at gmail.com ; tareq.eete at diu-bd.net
> > Cellphone: +8801713129987, +8801912143221
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list