[Ubuntu-BD] শুধুমাত্র উবুন্টু ব্যবহার করে একটা পুরো বই লিখে ফেললাম!

M. Adnan Quaium adnan.quaium at ubuntu-bd.org
Wed May 21 10:23:12 UTC 2014


দুর্মুখেরা বলত উবুন্টু দিয়ে নাকি প্রফেশনাল প্রিন্টিং কাজ করা যায় না। ওদের
মুখে ছাই ছিটিয়ে দিয়ে উবুন্টু, লিব্রাঅফিস, ইঙ্কস্কেপ ও গিম্প দিয়ে পুরো একটা
বই ছাপিয়ে ফেললাম। শুধু তাইনা, বইটির ভেতরের সকল উদাহরণ ও ব্যবহারিকে
ওপেনসোর্স ও ফ্রি সফটওয়্যারকেই গুরুত্ব দেয়া হয়েছে। তাই কেউ যদি বলে যে
উবুন্টু দিয়ে বই ছাপানোর কাজ হয়না, তাদেরকে শুধু এই বইটি ধরিয়ে দিলেই হবে। :)

http://adnan.quaium.com/blog/3029

-- 
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim


More information about the ubuntu-bd mailing list