[Ubuntu-BD] সাউণ্ড অথবা ওডিও সমস্যা।

Sushanta Kar karsushanta40 at gmail.com
Thu Mar 27 13:15:47 UTC 2014


সুচরিতেষু, শান্তনু সাহা,
আমার 10.04 ভার্সান সিডি ছিল। সেটি থেকে ইন্সটল করে এখন 12.04 এ আপগ্রেড
করেছি। আর আমি স্কাই পে ব্যবহার করছি না। আমার সাউন্ড সমস্যা সার্বিক। কিছুই
ভালো বাজে না। এমন কি বাজলও যদি, ভলিউম কমাতে বাড়াতে গেলেই শুরু হয় ঝ্রা ঝায়র
করাঃ
আপনি যেমন জানতে চাইছিলেন ঃ
lspci -v | grep -A7 -i "audio" কোডটি ব্যবহার করে নিচের তথ্যগুলো পেলাম।
00:1f.5 Multimedia audio controller: Intel Corporation 82801DB/DBL/DBM
(ICH4/ICH4-L/ICH4-M) AC'97 Audio Controller (rev 02)
    Subsystem: Gigabyte Technology Co., Ltd GA-8PE667 Ultra
    Flags: bus master, medium devsel, latency 0, IRQ 17
    I/O ports at e000 [size=256]
    I/O ports at e400 [size=64]
    Memory at e8281000 (32-bit, non-prefetchable) [size=512]
    Memory at e8282000 (32-bit, non-prefetchable) [size=256]
    Capabilities: <access denied>
--
01:00.0 Multimedia audio controller: Cirrus Logic CS 4614/22/24/30
[CrystalClear SoundFusion Audio Accelerator] (rev 01)
    Flags: bus master, medium devsel, latency 32, IRQ 18
    Memory at e8100000 (32-bit, non-prefetchable) [size=4K]
    Memory at e8000000 (32-bit, non-prefetchable) [size=1M]
    Capabilities: <access denied>
    Kernel driver in use: snd_cs46xx
    Kernel modules: snd-cs46xx
আরেক বন্ধু আমাকে এই লিঙ্কটা দিয়েছিলেন। সেটি ব্যবহার করেও নিচের তথ্যগুলো
পেয়েছি।।

cat /proc/asound/cards কোডটা ব্যবহার করে পেলাম এই ঃ
 0 [I82801DBICH4   ]: ICH4 - Intel 82801DB-ICH4
                      Intel 82801DB-ICH4 with ALC655 at irq 17
 1 [CS46xx         ]: CS46xx - Sound Fusion CS46xx
                      Sound Fusion CS46xx at 0xe8100000/0xe8000000, irq 18
 lspci -v | grep -i audio কোড ব্যবহার করে পেলাম এইঃ
00:1f.5 Multimedia audio controller: Intel Corporation 82801DB/DBL/DBM
(ICH4/ICH4-L/ICH4-M) AC'97 Audio Controller (rev 02)
01:00.0 Multimedia audio controller: Cirrus Logic CS 4614/22/24/30
[CrystalClear SoundFusion Audio Accelerator] (rev 01)















































*alsamixer কোড দিয়ে যা পেলাম ছবিটা দেখুনঃ  cat /proc/asound/devices কোড
দিয়ে পেলামঃ  1:        : sequencer  2: [ 0- 4]: digital audio playback  3:
[ 0- 3]: digital audio capture  4: [ 0- 2]: digital audio capture   5: [ 0-
1]: digital audio capture  6: [ 0- 0]: digital audio playback  7: [ 0- 0]:
digital audio capture  8: [ 0]   : control  9: [ 1- 0]: raw midi 10: [ 1-
2]: digital audio playback 11: [ 1- 1]: digital audio playback  12: [ 1-
0]: digital audio playback 13: [ 1- 0]: digital audio capture 14: [ 1]   :
control 33:        : timeraplay –list-devices কোড দিতে বললঃ–list-devices:
No such file or directory grep snd /proc/asound/modules কোডে বলল  0
snd_intel8x0 1 snd_cs46xxlsmod | grep snd কোডে বললঃsnd_intel8x0
33455  2 snd_cs46xx             83822  2 snd_ac97_codec        110213  2
snd_intel8x0,snd_cs46xxac97_bus               12642  1 snd_ac97_codec
snd_pcm                80916  3
snd_intel8x0,snd_cs46xx,snd_ac97_codecsnd_seq_midi           13132  0
snd_rawmidi            25424  2
snd_cs46xx,snd_seq_midisnd_seq_midi_event     14475  1
snd_seq_midisnd_seq                51592  2 snd_seq_midi,snd_seq_midi_event
snd_timer              28931  2 snd_pcm,snd_seqsnd_seq_device
14172  3 snd_seq_midi,snd_rawmidi,snd_seqsnd                    62218  16
snd_intel8x0,snd_cs46xx,snd_ac97_codec,snd_pcm,snd_rawmidi,snd_seq,snd_timer,snd_seq_device
soundcore              14635  1 sndsnd_page_alloc         14115  3
snd_intel8x0,snd_cs46xx,snd_pcmgameport               15060  4
snd_cs46xx,ns558 cat /proc/asound/version কোডে বলল, Advanced Linux Sound
Architecture Driver Version 1.0.24. এবং সব শেষে পাল স ওডিওর জন্যে আপনার
দেয়া লিংক থেকে  rm -r ~/.pulse*; pulseaudio -k  কোড ব্যবহার করলে বললঃE:
[pulseaudio] main.c: Failed to kill daemon: No such process*



2014-03-27 1:09 GMT+05:30 shantanu saha <shantanucse18 at gmail.com>:

> Hi Sushanta Kar,
>   Please provide the output of lspci -v | grep -A7 -i "audio". If you are
> using skype as chatting software (you mentioned) then it's normal because
> skype has some sound issue. If all the media player(vlc, totem) do the same
> then it's a driver issue.
> Also, can you explain this please? "আমারই তৈরি উবুন্টূ .০৪ সিডি ছিল। সেটি
> দিয়েই
> ইন্সটল করে বহু শ্রমের পরে ১২তে আউগ্রেড করতে সমর্থ হয়েছি" [Please mention
> the version numbers correctly.]
>
> Thanks
> Shantanu saha
>
>
> 2014-03-27 1:29 GMT+06:00 Sushanta Kar <karsushanta40 at gmail.com>:
>
> > pavucontrol ইন্সটল করেছিলাম। খুলেও দেখেছি। কিন্তু চেক কী করে করতে হয়
> > বুঝিনি। এখানে ছবি দেখুন কী দেখাচ্ছে।
> >
> >
> > 2014-03-26 18:20 GMT+05:30 Md. Minhazul Haque <contact at minhazulhaque.com
> >:
> >
> > > pavucontrol এপ্লিকেশনটি ইন্সটল করে সকল অডিও হার্ডওয়্যার,, তাদের ভলিউম
> এবং
> > > সঠিক ইনপুট আউটপুট সিস্টেম চেক করে দেখুন।
> > > অর্থাৎ Stereo Duplex বা এমন অপশনে সাউন্ড সিস্টেম সেট করা আছে কিনা চেক
> > করুন
> > > ভালমত।
> > >
> > >
> > > *Md. Minhazul Haque*
> > > Rajshahi, Bangladesh
> > > minhazulhaque.com
> > >
> > >
> > > 2014-03-26 17:45 GMT+06:00 Sazzad Hossain <sazzadais at gmail.com>:
> > >
> > > > আমি আপনায় সাজেস্ট করব, লাইভমুডে আপনার সাউন্ডের সমস্যাটি থাকে কিনা চেক
> > করে
> > > > দেখুন।
> > > > আমার পিসিতে এমনটা হয়েছিল। ১২.১০ টায় সাউন্ড হত না, আবার হলেও ৩ - ৪ বার
> > > রিবুট
> > > > করলে যদি হত।
> > > > মিন্ট জুলিয়াতে এমনটা ছিল, লাইভমুডে সব ঠিক, কিন্তু ইনস্টলের পর সাউন্ড
> > নাই।
> > > > আবার এডুবান্টু ১২.০৪ টায় ইনস্টল করার পর নেট পাচ্ছিল না।
> > > > ​
> > > > --
> > > > Ubuntu Bangladesh
> > > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >
> >
> >
> >
> > --
> > Sushanta Kar
> > সুশান্ত কর
> > তিনসুকিয়া, আসাম
> >
> > আমার ব্লগগুলি:
> > http://sushantakar40.blogspot.com
> > http://ishankonerkahini.blogspot.com
> > http://ishankonerkotha.blogspot.com
> >
> > পূর্বোত্তরের বাংলা প্রকাশনার সংগ্রহঃ
> > http://kathernouko.blogspot.com/
> > http://ishanerpunjomegh.blogspot.com/
> >
> > আমি পূর্বোত্তরের গৌরব এই অভিধানেও কাজ করি:
> > http://www.xobdo.org/
> >
> > "স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই, আজকের দিনের প্রধান
> শিক্ষা"
> > রবীন্দ্রনাথ
> >
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Sushanta Kar
সুশান্ত কর
তিনসুকিয়া, আসাম

আমার ব্লগগুলি:
http://sushantakar40.blogspot.com
http://ishankonerkahini.blogspot.com
http://ishankonerkotha.blogspot.com

পূর্বোত্তরের বাংলা প্রকাশনার সংগ্রহঃ
http://kathernouko.blogspot.com/
http://ishanerpunjomegh.blogspot.com/

আমি পূর্বোত্তরের গৌরব এই অভিধানেও কাজ করি:
http://www.xobdo.org/

"স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই, আজকের দিনের প্রধান শিক্ষা"
রবীন্দ্রনাথ


More information about the ubuntu-bd mailing list