[Ubuntu-BD] সাউণ্ড অথবা ওডিও সমস্যা।
Sushanta Kar
karsushanta40 at gmail.com
Wed Mar 26 17:46:20 UTC 2014
আমি লিনাক্সের পরিভাষাতে অভ্যস্ত নই বলে জিজ্ঞেস করছি, লাইভ মুডে চেক করা মানে
কী?
আমি টারমিনালের lspci -v লিখে চেক করে দেখেছি, ঠিকই দেখাচ্ছে।
এই লিঙ্কেও ৬ নম্বর পয়েন্ট অব্দি যা যা করতে বলেছে, করে দেখেছি, সব ঠিকঠাকই
দেখাচ্ছে। আমার কিন্তু বাজে। বাজার মাঝে বন্ধ হয়ে যায়, বা ঝ্যার ঝার , কু কা
শব্দ করতে থাকে বা বন্ধ হয়ে যায়।
https://help.ubuntu.com/community/SoundTroubleshooting
2014-03-26 17:15 GMT+05:30 Sazzad Hossain <sazzadais at gmail.com>:
> আমি আপনায় সাজেস্ট করব, লাইভমুডে আপনার সাউন্ডের সমস্যাটি থাকে কিনা চেক করে
> দেখুন।
> আমার পিসিতে এমনটা হয়েছিল। ১২.১০ টায় সাউন্ড হত না, আবার হলেও ৩ - ৪ বার রিবুট
> করলে যদি হত।
> মিন্ট জুলিয়াতে এমনটা ছিল, লাইভমুডে সব ঠিক, কিন্তু ইনস্টলের পর সাউন্ড নাই।
> আবার এডুবান্টু ১২.০৪ টায় ইনস্টল করার পর নেট পাচ্ছিল না।
>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
Sushanta Kar
সুশান্ত কর
তিনসুকিয়া, আসাম
আমার ব্লগগুলি:
http://sushantakar40.blogspot.com
http://ishankonerkahini.blogspot.com
http://ishankonerkotha.blogspot.com
পূর্বোত্তরের বাংলা প্রকাশনার সংগ্রহঃ
http://kathernouko.blogspot.com/
http://ishanerpunjomegh.blogspot.com/
আমি পূর্বোত্তরের গৌরব এই অভিধানেও কাজ করি:
http://www.xobdo.org/
"স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই, আজকের দিনের প্রধান শিক্ষা"
রবীন্দ্রনাথ
More information about the ubuntu-bd
mailing list