[Ubuntu-BD] সাউণ্ড অথবা ওডিও সমস্যা।

Md. Minhazul Haque contact at minhazulhaque.com
Wed Mar 26 12:50:52 UTC 2014


pavucontrol এপ্লিকেশনটি ইন্সটল করে সকল অডিও হার্ডওয়্যার,, তাদের ভলিউম এবং
সঠিক ইনপুট আউটপুট সিস্টেম চেক করে দেখুন।
অর্থাৎ Stereo Duplex বা এমন অপশনে সাউন্ড সিস্টেম সেট করা আছে কিনা চেক করুন
ভালমত।


*Md. Minhazul Haque*
Rajshahi, Bangladesh
minhazulhaque.com


2014-03-26 17:45 GMT+06:00 Sazzad Hossain <sazzadais at gmail.com>:

> আমি আপনায় সাজেস্ট করব, লাইভমুডে আপনার সাউন্ডের সমস্যাটি থাকে কিনা চেক করে
> দেখুন।
> আমার পিসিতে এমনটা হয়েছিল। ১২.১০ টায় সাউন্ড হত না, আবার হলেও ৩ - ৪ বার রিবুট
> করলে যদি হত।
> মিন্ট জুলিয়াতে এমনটা ছিল, লাইভমুডে সব ঠিক, কিন্তু ইনস্টলের পর সাউন্ড নাই।
> আবার এডুবান্টু ১২.০৪ টায় ইনস্টল করার পর নেট পাচ্ছিল না।
>> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list