[Ubuntu-BD] সাউণ্ড অথবা ওডিও সমস্যা।

Sushanta Kar karsushanta40 at gmail.com
Wed Mar 26 10:12:46 UTC 2014


আমি সম্প্রতি আমার কম্পিউটারে উবুণ্টূ ১২ .৪ নামিয়েছি। নামিয়েছি মানে সিডি
করতে ব্যর্থ হই। বা করলেও সেগুলো কাজ করে নি ( দু"টো করে করেছি , একটাও আমার
কিম্বা অন্যের কম্পিউটারে কাজ করে নি)। আমারই তৈরি উবুন্টূ .০৪ সিডি ছিল। সেটি
দিয়েই ইন্সটল করে বহু শ্রমের পরে ১২তে আউগ্রেড করতে সমর্থ হয়েছি। মনে হয় বড় বড়
সমস্যা গুলো সমাধান করতে পেরেছি। তার মধ্যে একটি অভ্র দিয়ে বাংলা লেখার সমস্যা
ছিল। সেটিও সমাধান হয়েছে, দেখতেই পারছেন। কিন্তু একটি সমস্যা কিছুতেই সমাধান
করতে পারছি না। সে হলো সাউণ্ড সমস্যা।
আমি সাধারণত উইণ্ডোজ ব্যবহার করে অভ্যস্ত এবং আমার স্পীকার সেখানে ভালোই কাজ
করে। উবুন্টু নামানোর পরে, হয়েছে এই কখনো বাজে, কখনো বাজে না। ঝ্যার ঝ্যার
শব্দ একটা করে। অনেক সময় এমন কি বেকস্পেস কী টিপলেও এমন অদ্ভূৎ শব্দ করে। কেউ
চ্যাট করলে যে শব্দ শোনার করা, সেটিও ঝ্যার ঝার বাজে। কিছুতেই সেটি ঠিক করতে
পারিনি। অনেক সাইট ঘেটে, অনেক লেখা পড়ে, শেষে এখানে প্রশ্নটা রাখছি। উবুন্টু
হেল্পে দেখেছি, সেখানে যা যা করে সিস্টেম চেক করে দেখতে বলেছিল, সেই অনুযায়ী
করে দেখেছি সিস্টেম আমার ঠিকই আছে। তবু এই সমস্যা। সমাধান কেউ বলে দিলে ,
উপকৃত হব।


Sushanta Kar
সুশান্ত কর
তিনসুকিয়া, আসাম

আমার ব্লগগুলি:
http://sushantakar40.blogspot.com
http://ishankonerkahini.blogspot.com
http://ishankonerkotha.blogspot.com

পূর্বোত্তরের বাংলা প্রকাশনার সংগ্রহঃ
http://kathernouko.blogspot.com/
http://ishanerpunjomegh.blogspot.com/

আমি পূর্বোত্তরের গৌরব এই অভিধানেও কাজ করি:
http://www.xobdo.org/

"স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই, আজকের দিনের প্রধান শিক্ষা"
রবীন্দ্রনাথ


More information about the ubuntu-bd mailing list