আমার অনেক ভালো লাগতো লিফো। আমি প্রতিদিন ই ঢুকতাম। কিন্তু পরের বার চালু হলেও আগের মত জমজমাট হয়নি। আমি নতুন কোনো লিনাক্স ব্যবহারকারী পেলেই, মেইলিং লিস্ট, লিফো আর লিনাক্স দেশ সাজেস্ট করি। কিন্তু এখন দেখি, facebook এর Ubuntu Bangladesh গ্রুপ ই বেশি সচল। যাই হোক, আমি ব্যক্তিগত ভাবে লিফো চাই। -- Md. Ibrahim Husain Meraj