[Ubuntu-BD] অকারনে পিসি হ্যাং সংক্রান্ত
shiplu
shiplu.net at gmail.com
Mon Feb 18 15:15:29 UTC 2013
2013/2/18 Md. Ibrahim Husain <meraj73 at gmail.com>
> কি-বোর্ড কোনোটাই কাজ করে না। মাঝে মাঝে ১/২ মিনিট
> পর নিজে নিজে ঠিক হয়ে যায়, আবার কখনো রিস্টার্ট দিয়ে কাজ চালাতে হয়।
>
রিস্টার্ট করে memtest চালিয়ে দেখুন। এট লিস্ট ২ টা পাস করবেন।
একই সমস্যা আমারও হত। তবে নিজে নিজে কখনও ঠিক হত না। memtest করে দেখলাম একটা
RAM নষ্ট। ৮ গিগা থেকে ৬ গিগায় ডাউনগ্রেড হলাম। এখন দিব্যি চলছে।
উইন্ডোজ চালিয়ে দেখতে পারেন যদি থাকে। উইন্ডোজ সাধারণত চালু হয় না এমন
সমস্যায়। তবে লিনাক্স চলে।
--
Shiplu.Mokadd.im
ImgSign.com | A dynamic signature machine
Innovation distinguishes between follower and leader
More information about the ubuntu-bd
mailing list