[Ubuntu-BD] লিনাক্স জরিপ।

shiplu shiplu.net at gmail.com
Fri Apr 26 10:10:54 UTC 2013


2013/4/26 sagir khan <sagir42 at gmail.com>

> খুব তারাহুর করে শুরু না করে আগে প্রচার চালিয়ে তার পর আমরা শুরু করতে পারি।


জরিপরে আবার তারাহুরা কী? এটা তো কোন অনুষ্ঠান না। মোটামুটি ১-২ মাস চালালেই
হবে। সম্ভবত মে মাস থেকে শুরু হবে।


জেলা অনুসারে হিসটোগ্রাম বানানো যায়। গুগল ডকস দিয়ে জরিপ করলে সহজেই দেখা যাবে।
> তা জরিপটা কবে শুরু হবে বলে ধারনা করা হচ্ছে?
>

এটা জরিপের ডাটা প্রসেসের কাজ। আসলে আমরা চাচ্ছিলাম জরিপে কী কী প্রশ্ন থাকবে
তা নিয়ে আলোচনা করতে।  কী কী নতুন এড হবে আর কী কী বাদ যাবে। কোনটার অপশন কি
হবে তা নিয়ে আলোচনা করতে পারি।

-- 
Shiplu.Mokadd.im
ImgSign.com | A dynamic signature machine
Innovation distinguishes between follower and leader


More information about the ubuntu-bd mailing list