[Ubuntu-BD] লিনাক্স জরিপ।

Pritimoy Das pritimoydas at gmail.com
Sun Apr 21 03:35:31 UTC 2013


অ্যাড করা যেতে পারে এমন প্রশ্ন:

১. বাংলাদেশে লিনাক্স কমিউনিটির কাছে আপনি কি প্রত্যাশা করেন?
২. আপনার ডিস্ট্র-এর কোন জিনিস টা আপনার বেশি পছন্দ?
৩. কি থাকলে আরও ভালো হত?


উদ্দ্যগ এর জন্য ধন্যবাদ।।


2013/4/21 Muhammad Minhazul Haque <me at minhazulhaque.com>

> অ্যাড করা যেতে পারে এমন প্রশ্ন:
>
> ১। লিনাক্স সম্পর্কে আগে শুনেছেন কিনা? শুনে থাকলে উল্লেখ করুন (বন্ধু, ফোরাম,
> ফেইসবুক, পত্রিকা)
>
> আর মাথায় আসছেনা।
>
>
> 2013/4/21 shiplu <shiplu.net at gmail.com>
>
> > দুবছর হয়ে গেছে লাস্ট লিনাক্স জরিপের। আরেকটা করা দরকার। এটা নিয়ে ছোটখাট
> একটা
> > আলোচনা হলে মন্দ হয় না।
> >
> > গতবারের প্রশ্নগুলি ছিল
> >
> > ১। কিভাবে ব্যবহার করেন? * লিনাক্স কি ডুয়েল বুটে ইউজ করেন নাকি সরাসরি।
> ডুয়েল
> > বুটে করলে কিভাবে?
> > ২। কোন ধরণের ডিস্ট্রো ব্যবহার করেন? * কোন লিনাক্স বা লিনাক্স ঘরানার
> > অপারেটিং সিস্টেম ব্যবহার করেন?
> > ৩। কতক্ষন ব্যবহার করেন? * যদি একাধিক কম্পিউটারে ব্যবহার করেন তাহলে আপনি
> > সারাদিন যতক্ষন কম্পিউটার ব্যবহার করেন তার মাঝে কতক্ষন লিনাক্স ব্যবহার
> করেন
> > সেই হিসাব মত উত্তর দিন।
> > ৪। কোন ধরণের মেশিন ব্যবহার করেন? *
> > ৫। ইন্টারনেটের প্রকৃতি আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে যে যে
> > ধরণের কানেকশন ব্যবহার করছেন তাতে টিক দিন
> > ৬।নাম *
> > ৭। বয়স সীমা * আপনার বয়স কোন সীমার মধ্যে।
> > ৮। ফোন নম্বর নিজের ফোন না থাকলে অন্য কারও ফোন নম্বর দিন। কিন্তু একই ফোন
> > নম্বর একাধিকবার ব্যবহার করা যাবে না। ফোন নম্বরটি জনসমক্ষে প্রকাশ করা হবে
> > না।
> > ৯। ইমেইল এড্রেস আমরা এই ইমেইল এড্রেস কারও সাথে শেয়ার করব না। এবং কোন
> > বাণিজ্যিক উদ্দেশ্যে এটা ব্যবহার করা হবে না
> > ১০। আপনার জেলা * যদি একাধিক জেলায় যাতায়াত থাকে তাহলে যে জেলায় আপনি বেশি
> সময়
> > থাকেন তার নাম দিন।
> > ১১। আপনার ঠিকানা আপনার বর্তমান ঠিকানা (থানা/এলাকার নাম) দিন। এর সাথে
> আপনার
> > ওয়েবসাইটের ঠিকানাও দিতে পারেন। বাংলাদেশে যারা আছেন তাদের দেশের নাম ও
> জেলার
> > নাম না দিলেও হবে।
> > ১২। মন্তব্য আপনার কোন মতামত বা কোন কিছু বলার থাকলে এখানে লিখুন। কোন বিশেষ
> > সমস্যা থাকলে বলতে পারেন। চাইলে মজার কোন অভিজ্ঞতাও শেয়ার
> >
> > নতুন কোন প্রশ্ন সংযুক্তি, পুরাতন প্রশ্ন বিয়োজনের ব্যাপারে আলোচনা করতে
> > পারেন।
> >
> > --
> > Shiplu.Mokadd.im
> > ImgSign.com | A dynamic signature machine
> > Innovation distinguishes between follower and leader
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
>
> *Muhammad Minhazul Haque*
> *CSE 10, RUET, Rajshahi*
>  minhazulhaque.com
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
*
Dr. Pritimoy Das*
MBBS, MPH
*Rese**arch Investigator*
Surveillance and Outbreak Investigation RG,
Centre for Communicable Diseases, icddr,b


More information about the ubuntu-bd mailing list