[Ubuntu-BD] *বুন্টু ১২.১০ প্রকাশনা উৎসব
Ashickur Rahman Noor
ashickur.noor at gmail.com
Sat Oct 13 04:21:41 UTC 2012
প্রিয় সূধী
আগামী ১৮ই অক্টোবর ২০১২ইং উবুন্টুর সাম্প্রতিকতম সংস্করণ ১২.১০ কোয়ান্টাল
কুইটজাল প্রকাশিত হতে যাচ্ছে। উবুন্টু'র প্রতিটি সংস্করণ প্রকাশিত হবার পরপরই
বিশ্বের প্রায় প্রতিটি উবুন্টু লোকো (লোকো == লোকাল কমিউনিটি == দেশীয়/স্থানীয়
ব্যবহারকারী, মানোন্নয়কারী, অনুবাদক) উবুন্টুর এই প্রকাশনাকে বিভিন্ন রকমের
আনন্দ আয়োজনের মাধ্যমে উদযাপন করে থাকে। যার নামকরণ করা হয় -- "উবুন্টু রিলিজ
পার্টি"
শিরোনামে।
এটি একটি গ্লোবাল ইভেন্ট অর্থাৎ এটি সারা বিশ্বে একযোগে পালন করা হয়ে থাকে।
তাই এবারের এই নতুন সংস্করণ প্রকাশিত হবার পর আমরাও বিশ্ববাসী সকলের সাথে এই
আনন্দ আয়োজন উদযাপনের আকাঙ্খা করছি।
ইনশাল্লাহ আগামী ১৯শে অক্টোবর ২০১২ ইং, শুক্রবার আমরা বাংলাদেশের উবুন্টু
প্রেমীরাও, "উবুন্টু ১২.১০" এর প্রকাশনা উদযাপন করবো।
*আয়োজনের বিস্তারিতঃ*
স্থান: অডিটরিয়াম, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শুক্রাবাদ, ঢাকা,
বাংলাদেশ।
তারিখ: ১৯শে অক্টোবর ২০১২ ইং, শুক্রবার।
সময়: বিকাল ৪:০০ টা হতে সন্ধ্যা ৭:০০ টা।
আয়োজনে থাকছেঃ
# উবুন্টু কী, কেন?
# উবুন্টু ব্যবহারকারীদের নির্ভেজাল আড্ডা ও অভিজ্ঞতার গল্প
# উবুন্টু ১২.১০ এর নতুন বৈশিষ্ট্যগুলো নিয়ে মিনিট সাতেকের একটি চলমান চিত্র
প্রদর্শনী
# ওপেন সোর্স 3D এনিমেশন করার সফটওয়্যার ব্লেন্ডার দিয়ে তৈরি করা Tears of
Steel চলচিত্রের প্রদর্শনী
# ব্লেন্ডার নিয়ে কিছু কথা
থাকবে *বন্টু ১২.১০ এর iso সংগ্রহ বুথ। আরো থাকবে নিজের ইচ্ছা মতন *বন্টু
ইনস্টল এবং ইনস্টল পরবর্তী সেবা নেওয়ার সুবিধা।
উৎসব যেহুতু করছি, সেহেতু খানাপিনা না করলেই নয়। উবুন্টুর ৮ম জন্মদিন উপলক্ষে
থাকবে কেক।
[লক্ষ্যনীয়ঃ বিশ্বের সকল উন্মুক্ত আয়োজনের ন্যায় এই আয়োজনের সকল খরচ আমাদের
সবাইকেই মিলিতভাবে বহন করতে হবে। যদি এ বিষয়ে কারো সমস্যা/সন্দেহ থেকে থাকে
তাহলে আমাদের সাথে বিনা সংকোচে সরাসরি যোগাযোগ করুন]
আগ্রহীদের এখানে:
http://goo.gl/bDs54<http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fgoo.gl%2FbDs54&h=rAQEwDVMp&s=1>/
http://tinyurl.com/UB1210RPBD<http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Ftinyurl.com%2FUB1210RPBD&h=aAQEzH4_x&s=1>আপনার
তথ্য দিয়ে আপনার আগমন নিশ্চিৎ করতে অনুরোধ করছি।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
Coordinator - Public Relation Cell, FOSS Bangladesh
<http://fossbd.org/> && Mozilla
Reps <http://reps.mozilla.org>
01199151550, 01551151550
More information about the ubuntu-bd
mailing list