[Ubuntu-BD] আসুন লিনাক্সে কিউবি শাটল মডেম চালাই :-)

maSnun masnun at gmail.com
Thu May 31 13:51:52 UTC 2012


এটার জন্য আমরা বাংলালায়নকে চাপ দিতে পারি । ফোন করে ব্যখ্যা করি ।

চমৎকার উদ্যোগ আশিক উজ জোহা ভাই!

2012/5/31 Abhi Aditya <abhi_69 at live.com>

>
>
>  একটা প্রশ্ন- এই পদ্ধতিতে বাংলালায়নের ইউএসবি মডেম (ZTE AX226) টিকে
> হোস্টলেস করে ল্যান হিসাবে চালানো যাবে কি? মানে এইভাবে ফ্ল্যাশ করে? কোন
> আলাদা ড্রাইভার বা সফটওয়্যার ছাড়াই? কেউ একটু জানাবেন কি?
>
> > Date: Thu, 31 May 2012 19:34:37 +0600
> > From: ashiq.ayon at gmail.com
> > To: ubuntu-bd at lists.ubuntu.com
> > Subject: Re: [Ubuntu-BD] আসুন লিনাক্সে কিউবি শাটল মডেম চালাই :-)
> >
> > কাজেই আপাতত সবচেয়ে ভালো সমাধান হল , নিকটস্থ কিউবি সেন্টারে গিয়ে নিজের
> > মডেমটাকে হোস্টলেস করে আনা.... :-)
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me


More information about the ubuntu-bd mailing list