[Ubuntu-BD] আসুন লিনাক্সে কিউবি শাটল মডেম চালাই :-)

Ashiq-uz-Zoha ashiq.ayon at gmail.com
Thu May 31 10:40:50 UTC 2012


আমি এই মেইলটা লিখছি আমার উবুন্টু 12.04 LTS থেকে ও কিউবি শাটল মডেম থেকে
ইন্টারনেটে কানেক্টেড হয়ে। কিউবি শাটল মডেম থেকে ইন্টারনেট অ্যাকসেস করা
বাংলাদেশের লিনাক্স কমিউনিটিতে এতদিন একটা অমিমাংসিত বিষয় ছিল। আজকের পর মনে
হয় আমরা যারা লিনাক্স ইউজার সবাই কিউবি মডেম যেকোন অপারেটিং সিস্টেমে চালাতে
পারবো ও সেটা আইনসিদ্ধভাবেই।

সাইফ ভাইয়ের মেইল থেকে মনে হয় সবাই আমরা মোটামুটি এটা জেনে গেছি যে , লিনাক্সে
কিউবি শাটল মডেম চালাতে হোস্টলেস কানেক্টিভিটি প্রোটোকল লাগে ও সেটা নিজে
কনফিগার করতে হলে একটা ফার্মওয়্যার লাগে যেটা গ্রীনপ্যাকেট তাদের প্রিমিয়াম
বাল্ক ইউজারদেরকে (আমাদের জন্য সেটা কিউবি) দেয় সাধারনত । আপনার কিংবা আমার
সেটা পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এখন আমি বলি কিভাবে এটা করলাম।

আমার ল্যাপটপে হ্যাকিনটোশ ওএসএক্স লায়ন ইন্সটল করা আছে , আমি কিউবির ম্যাক
ড্রাইভার খুজতে গিয়ে দেখি নেটে যেটা পাওয়া যায় সেটা ওএসএক্স স্নো লেপার্ড
পর্যন্ত সাপোর্ট করে। হোস্টলেস প্রোটোকলের নাম শুনে ভাবলাম কিউবিকে আমার
ম্যাকের জন্য ড্রাইভার দিতে বলি , যেহেতু ওদের লায়নের ড্রাইভার নাই কাজেই ওরা
যদি ম্যাকে মডেম কনফিগার করে তাহলে হয়ত হোস্টলেস প্রোটোকলই অ্যাকটিভ করে দিবে।

যাহোক , এটা ভেবেই ২ দিন আগে ওদের হেল্পলাইনে যোগাযোগ করলাম ও কিছুক্ষন আগে
ওদের ইন্জিনিয়ার আমার রুমে আসে আমার মডেম কনফিগার করতে। ওনার ল্যাপটপে দেখলাম
আমার মডেম লাগিয়ে ফ্ল্যাশ দিচ্ছেন ও সেটা হোস্টলেস কানেক্টিভিটি অ্যাকটিভ করার
জন্য সেই ফার্মওয়্যারটাই। আমি ওনার সাথে বিস্তারিত কথা বলেছি নিশ্চিত হওয়ার
জন্য এবং ১০০% নিশ্চিত এ ব্যাপারে। ফ্ল্যাশ দিয়ে মডেম কনফিগার করার পর এখন
মডেমটা শুধু পিসিতে লাগালেই চলে। কোন কানেকশন ম্যানেজার লাগে না  , কানেক্ট
করাও লাগে না , অটোমেটিক কানেক্ট হয়ে যায়। পারফরম্যান্সও কিছুটা বেটার মনে
হচ্ছে। সবচেয়ে বড় কথা এটা কোন অপারেটিং সিস্টেমে চলছে সেটা কোন বিষয়ই না ,
সবকিছুতেই চলবে।

ব্যাপারটা মোটামুটি এই। কাজেই আসুন আমরা লিনাক্সে মডেম চালাতে চাইলে নিশ্চিন্ত
মনে কিউবিকে পেইন দিই , তাদের ইঞ্জিনিয়ার এসে নিজ দায়িত্বে মডেম কনফিগার করে
দিয়ে যাক। আমরা নিজেরা একটা কপিরাইটযুক্ত জিনিস নিয়ে ঘাটার রিস্ক না নিয়ে এটা
যাদের ব্যাপার তাদের কাছেই ছেড়ে দিই।

** আর সাইফ ভাইকে অসংখ্য ধন্যবাদ , উনি ছাড়া হয়ত এই জিনিসটা জানতে আমাদের আরো
দেরি হত।
শুভেচ্ছান্তে.......
-- 
Ashiq uz Zoha (Ayon)
Undergraduate Student ,
Dept. of Computer Science & Engineering ,
Bangladesh University of Engineering & Tech.
Dhaka - 1000 , Bangladesh.


More information about the ubuntu-bd mailing list