[Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

maSnun masnun at gmail.com
Tue May 22 15:21:37 UTC 2012


> @মাসনুন ভাই
> অনেকে আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলে, সেখানে সব বাক্যের প্রতিটা অংশ ধরে মন্তব্য
> বা পাল্টা মন্তব্য করা অর্থহীন। "কোন মেইলে কি বলেছি লিঙ্ক দাও" এধরণের কথা
> কিন্তু উত্তেজনার বহিঃপ্রকাশ এতে কিন্তু যাকে ভুল বোঝা হচ্ছে তার মন আরও খারাপ
> হয়। আশা করি বুঝবেন আমি কি বুঝাতে চাইছি।



ধন্যবাদ ভাইয়া । আসলেই সামান্য রাগ উঠেছিল কারন আমি যা বলেছিলাম তার মূলে ছিল
অনিরুদ্ধের নিজের কথা । সেই রিং আর নূরের সম্পর্কে এ্যালার্জির কথা বলেছে আর
এখন আমাকে অনুরোধ করছে ব্যক্তিগত আক্রমন পরিহার করতে । ব্যপারটা কেমন হয়ে গেল
না? আমি পুরো থ্রেড আর্কাইভ ঘেটে দেখলাম আমি নিজে থেকে নূর বা রিং এর সম্পর্কে
আগ বাড়িয়ে কিছুই বলিনি ।

অনিরুদ্ধ, নূর বা রিং এর প্রতি আমার কোন বিদ্বেষ নেই । রিং ভাইয়ের সাথে
ব্যক্তিগত কিছু বিরোধ ছিল বা কিছুটা রোষারোষি ছিল যা এর আগে এক থ্রেডে ঝেড়ে
ফেলেছি । নূরের সাথে কোন কালেই কোন কিছু নিয়ে বিরোধ বেধেছে কিনা মনে পড়ছে না ।
মতের বিরোধ হতেই পারে সেটাকে আমি ব্যক্তিগত পর্যায়ে টেনে নিতে চাই না আর ।
লিনাক্স দেশের প্রতি আমার কোন অভিযোগ নেই কিন্তু সবারই ব্যক্তিগত পছন্দ অপছন্দ
থাকে । তার ভিত্তিতেই আমি লিফোকে চাইব আমার পছন্দের ফোরাম হিসেবে ।

আমার কথায় অনিরুদ্ধ ভুল বুঝে থাকলে আমি দু:খিত ।


-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me


More information about the ubuntu-bd mailing list