[Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Tue May 22 05:37:55 UTC 2012


ফরওয়ার্ড করলাম।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
Reps<http://reps.mozilla.org>
01199151550




2012/5/22 Aniruddha Adhikary <aniruddha at adhikary.net>

> মাসনুন ভাই, আমার কথাটার অর্থ হল, আমাদের ফোরামটির প্রশাসনের দুইজন ব্যক্তি
> একটি বিশেষ সংস্থার সঙ্গে জড়িত। ওই বিশেষ সংস্থাটির কার্যক্রম কমিউনিটি সবাই
> ভালোভাবে গ্রহণ করেনি। প্রশাসনের মাত্র দুইজন সদস্য ওই সংস্থার সঙ্গে জড়িত বলে
> প্লাটফর্মটিই কি অপবিত্র হয়ে গেল? মানুষের চিন্তাভাবনা বড়ই আজগুবি! আচ্ছা,
> লিনাক্সদেশ কি উক্ত সংস্থাকে কোন বিশেষ সুবিধা দিয়েছে বা দিচ্ছে?
>
> কমিউনিটির মধ্যে এই কাঁদা ছোড়াছুড়ির জন্যই আমরা এতটা পিছিয়ে পড়েছি। 2010-2011
> এর দিকে লিনাক্স কমিউনিটিতে যে জোয়ারটা ছিল, তা সব শেষ হয়ে গেছে। মাসনুন ভাই,
> আসেন এই ট্র্যাডিশনটা ঝেড়ে ফেলি। কার জন্য কি হইছে তা না বলে কিভাবে
> কমিউনিটিকে আবার একত্র করা যায় তাই চিন্তা হওয়া উচিৎ। আপনার কথায় কিন্তু
> সরাসরি ব্যক্তিগত আক্রমণ স্পষ্ট হয়ে উঠেছে। আশা করি, এমন আক্রমণাত্বক মন্তব্য
> পরিহার করবেন, ছোট ভাই হিসেবে আপনার প্রতি অনুরোধ।
>
> --
> Aniruddha Adhikary
> Administrator
> Linux Community Forum <http://forum.linuxdesh.org>
>
>


More information about the ubuntu-bd mailing list