[Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

Shabab Mustafa shabab at linux.org.bd
Mon May 21 21:50:39 UTC 2012


একাধিক ফোরাম থাকা অবশ্যই ভাল আইডিয়া। এতে বৈচিত্র্যের সুযোগ যেমন বাড়ে, তেমনি
নতুন নতুন উদ্ভাবনের সুযোগও সৃষ্টি হয়। তবে একাধিক ফোরামের ব্যাপারে কিছু
বাস্তব চিন্তা মাথায় এল, সেগুলো একটু শেয়ার করি-

১.  আমাদের কমিউনিটির আকার ছোট। অনেকগুলো ফোরাম পরিচালনা করার মত যথেষ্ট জনবল
আছে কিনা সেটা আরেকটু ভেবে দেখতে হবে।
২.  আমাদের মাঝে যে অসুস্থ দলাদলির প্রবণতা আছে সেটা অস্বীকার করার কোন উপায়
নেই। প্রতিযোগিতা শুরু হলে সেটা চেহারা কতখানি সুস্থ হবে সেটা নিয়ে সন্দেহ
আছে। একত্রে থাকলেও যে সেটা হবে না তা বলছি না, তবে দলের পরিমাণ বেশি হলে সেটা
বাড়ার সম্ভবনা আছে।
৩.  ফেসবুক আসার পর সামগ্রিকভাবেই মানুষের ফোরাম এবং ব্লগে সময় দেয়ার পরিমাণ
কিংবা গঠনমূলক কাজ করার পরিমাণ বেশ কিছুটা ভাটার দিকে। বাংলায় কন্ট্রিবিউটরের
সংখ্যা এমনিতেই সীমিত। একই বিষয়ে একাধিক কন্ট্রিবিউটরের একাধিক কন্টেন্ট রানিং
মেশিনের উপর দৌড়াবার মত অবস্থা সৃষ্টি করবে কিনা সেটা ভাবার দরকার আছে।

'ইগো' সমস্যা খালি আমাদের সমস্যা নয়। এই সমস্যা দুনিয়াব্যাপীই টেক কমিউনিটিতে
আছে। এর মাঝখান থেকে যারাই এই সমস্যা অতিক্রম করতে পারে তারাই এগিয়ে যায়,
তাদেরকেই আমরা চোখের সামনে দেখতে পাই। আর যারা বকাবকি করেই দিন পার দেয় তারা
তলেই থাকে, তাদের মানুষজন দেখতে পায় না।

আরেকটা সত্য কথা কিছুটা কড়া শোনাতে পারে, তবুও অনেক কথাই যখন এসেছে এটাও বলে
ফেলি। মানুষ কোন ওয়েবসাইটে যাবে আর কোন ওয়েবসাইটে যাবে না, কাকে তার ভাল লাগবে
আর কাকে ভাল লাগবে না সে ব্যাপারে সে সম্পূর্ণ স্বাধীন। এখানে কোন ফোরামের
কারণে কোন ফোরামের ট্রাফিক কমে গেল, কাকে অনুরোধ করার পর কে অনুরোধ রাখতে পারল
না, কোন ফোরামের অ্যাডমিনের বয়স কত সেটা নিয়ে সহানুভূতি হয়ত অনেক পাওয়া যেতে
পারে, কিন্তু দিন শেষে ওই স্বাধীনতাই বড় কথা। টেনে হিঁচড়ে তো কেউ কাউকে কোথাও
নিয়ে যেতে পারব না।

দেখে ভাল লাগে জুনিয়ররা এখন অনেক বেশি কাজ করে। অনেক কিছুর ব্যাপারেই তারা
অনেক বেশি সচেতন। তাদের সংগ্রাম দেখলে নিজেদের পুরোনো দিনের কথা মনে পড়ে।
জুনিয়রদের এখন অভিমানের কথা বলার জন্য সিনিয়রদের খোঁজে। কিন্তু সিনিয়ররা যখন
জুনিয়র ছিল তখন তাদের বেশিরভাগেরই অভিমান করার মত কেউ ছিল না।

যাকগে সেসব কথা, ফোরাম একটা হোক আর পাঁচটাই হোক, কন্টেন্ট মার্জ হোক কিংবা
আলাদা থাকুক, এই থ্রেডে বেশ কিছু করনীয়/ বর্জনীয় বিষয় উঠে আসছে এটাই বড় কথা।
ভবিষ্যতে এটা আমাদের সবারই কাজে লাগবে।
---
Shabab Mustafa


More information about the ubuntu-bd mailing list